আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ

আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ বর্তমানে এটি সকলের জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই আজ এই পোস্টে আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ সে সম্পর্কে আপনাদের ধারণা দিব। অতএব, আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ এটি জেনে নিতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ে ফেলুন। 
আইফোনে সবচেয়ে লেটেস্ট এবং আপডেটেড মডেল হলো আইফোন ১৪ প্রো ম্যাক্স। নতুন মডেল আসার আগ পর্যন্ত এটি আইফোনের সর্বশেষ আপডেট। অনেকেই আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ লিখে গুগলে দাম জানার চেষ্টা করেন। তাই এই পোস্টে আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ এই বিষয়টি সঠিকভাবে আপনাদের জানাবো। সেই সাথে আইফোন ১৪ প্রো ম্যাক্স পিক গুলোও দেখতে পাবেন। 

পোস্ট সূচিপত্র - আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ জেনে নিন

আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ফুল স্পেসিফিকেশন 

আইফোন ১৪ কেনার পূর্বে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে সিদ্ধান্ত নিন যে আপনি ফোনটি কিনবেন কিনা। তাই আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ এটি জানানোর পূর্বে আপনাদের ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দিচ্ছি।
  • প্রসেসর: প্রসেসর হলো একটি স্মার্টফোনের প্রাণ। আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটিতে iOS 16 অপারেটিং সিস্টেম (অ্যাপলের নিজস্ব) এবং Apple A16 Bionic (4nm) সুপার ফাস্ট হেক্সা-কোর প্রসেসর ইউজ করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী। 
  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি বিগ ডিসপ্লে সমৃদ্ধ চাটস্ক্রীণ এই ফোনে ব্যবহার করা হয়েছে। এই টাচ  ধরন হলো সুপার রেটিনা XDR OLED ক্যাপাসিটিভ চাটিং প্যানেল। 16M রং সমৃদ্ধ ফোনটির রেজুলেশন 1290*2796 যার PPI 460. 
  • ক্যামেরা: আইফোন ১৪ প্রো ম্যাক্স সেটটি তার ক্যামেরার জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। Iphone 14 Pro Max এর পেছনে 48MP+12MP+12Mp+ TOF থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে 4k@24fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 
  • ব্যাটারি: এই ফোনের ব্যাটারি হিসেবে অপসারণ যোগ্য লি আয়ন 3687 MAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জার যা দিয়ে আপনি এক ঘন্টার কিছু বেশি সময়ে ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। 
  • স্টোরেজ, র‌্যাম ও রম: অ্যাপেল কোম্পানি বিশ্বব্যাপী এই ফোনটি ৬/১২৮ জিবি, ৬/২৫৬ জিবি, ৬/৫১২ জিবি এবং ৬/১টিবি এই চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। সম্পূর্ণ গেমের ফিল পেতে এই ফোনটির গ্রাফিক্স এবং র‌্যাম অত্যন্ত ভালো। 
  • নেটওয়ার্ক: আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটিতে 3G, 4G, 5G সকল নেটওয়ার্কই সাপোর্ট করে। আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ এটি জানতে হলে পোস্টের পরবর্তী অংশ পড়ুন।

আইফোন ১৪ প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ 

বর্তমানে কমবেশি সকলেই আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ এটি জানতে চাচ্ছেন। আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ, এটির সঠিক অফিসিয়াল দাম এখন আপনাদের জানাবো। বর্তমানে বাংলাদেশে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর অফিসিয়াল প্রাইস এ কিছুটা পরিবর্তন এসেছে। বাংলাদেশী টাকায় ৳196,599/- (128 GB), ৳214,699/- (256 GB), ৳255,899/- (512 GB), ৳289,999/- (1 TB) আইফোন ১৪ প্রো ম্যাক্স এর অফিশিয়াল ভেরিয়েন্ট গুলো পেয়ে যাবেন। 

আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটির ভালো দিক সমূহ

আপনারা ইতোমধ্যে আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ সে সম্পর্কে অবগত হয়েছেন। এবার চলুন জেনে নেওয়া যাক আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনের ভালো দিকসমূহ কি কি। 
  1. এটিতে যে শক্তিশালী প্রফেসর রয়েছে তা দিয়ে আপনি ভারী গেমিং ও প্রফেশনাল কাজ করতে পারবেন। 
  2. এর ডিজাইন বেশ চোখ ধাঁধানো ও আকর্ষণীয় বটে। 
  3. ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি ধুলো ও পানি প্রতিরোধ করে।
  4. সামনে ও পিছনে অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। 
  5. বর্তমানের আপডেটেড ফাইভ-জি নেটওয়ার্কও এটিতে সাপোর্ট করে। 
  6. ফোনটির বিল্ট কোয়ালিটি এতটাই মজবুত যে এটি হাতে থেকে পড়ে গেলে বা আঘাত লাগলেও কিছু হবে না। 

আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনটির খারাপ দিক সমূহ

আপনার তো আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ সেটি জেনেছেন। কিন্তু ফোনটির কিছু খারাপ দিকও রয়েছে। চলুন সেই খারাপ দিকগুলো এবার তুলে ধরি। 
  1. এফএম ও এনএফসি সাপোর্ট করে না।
  2. অন্যান্য iphone মডেল গুলোর মত এটিতেও ব্যাটারি ব্যাকআপ জনিত কিছু সমস্যা রয়েছে। 
  3. মাইক্রো এসডি কার্ড স্লট অনুপস্থিত। 
  4. বড় সমস্যা হলো এটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। 
  5. ফোনের দাম অনুযায়ী অনেক সুবিধাই অনুপস্থিত। 

আইফোন ১৪ প্রো ম্যাক্স পিক

আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ সে সম্পর্কে জেনেছেন এবার আইফোন ১৪ প্রো ম্যাক্স কালার কি কি রয়েছে সেই পিক গুলো দেখে নিন। নিচে আইফোন ১৪ প্রো ম্যাক্স পিক গুলো সবগুলো কালারে দেখানো হলো। 
  1. Space Black

  2. Gold

  3. Silver

  4. Deep Purple

উপসংহার 

সম্পূর্ণ পোস্টটি যদি আপনার মনোযোগ দিয়ে পড়ে থাকেন তবে অবশ্যই আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত বাংলাদেশ সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিয়েছেন। এছাড়াও আইফোন ১৪ প্রো ম্যাক্স কালার কি কি রয়েছে সেগুলোর পিকও দেখে নিয়েছেন। আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। পরিশেষে বলতে চাই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url