চাকরির মাধ্যম হতে পারে ফেসবুক

ভূমিকা

প্রতিযোগিতামূলক পরীক্ষার দেয়াল টপকে কাঙ্ক্ষিত চাকুরি পেতে পর্যাপ্ত পড়াশোনার পাশাপাশি দরকার সার্বিক প্রস্তুতির। এজন্য দল বেঁধে পড়াশোনা বা স্টাডির প্রয়োজনীয়তা ও প্রবণতা রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ছোঁয়ায় গ্রুপ স্টাডি ধরন ও ধারণায় এসেছে পরিবর্তন। চাকরির দরজা খোলার চাবি খুঁজতে এখন চাকরি প্রার্থীর রা নক মারছেন ফেসবুক গ্রুপে।



 বিভিন্ন ধরনের চাকরির জন্য এসব গ্রুপে তারা চাকরির সংক্রান্ত দরকারি তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রকাশিত ফলাফলসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন যোগাযোগ করেছেন পরস্পরের সঙ্গে। ফলে অনেকের বইয়ের পাতা থেকে চোখ তুলে প্রতিদিন একটিবারের জন্য হলেও চোখ বলাচ্ছেন ফেসবুকের পাতায়। আর টুকে নিচ্ছেন টুকিটাকি নানা বিষয়। এভাবে কাঙ্খিত চাকরির দৌড়ের চাবি হয়ে উঠেছে ফেসবুক গ্রুপ। বিসিএস বা সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা গুলোই লাখের উপরে প্রার্থী অংশগ্রহণ করে। 

তীব্র প্রতিযোগিতা পূর্ব এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শুধু নিজের মতো পড়লে হয় না। তাই একটা গ্রুপ করে পড়লে বিষয় ভিত্তিক প্রস্তুতিতে সুবিধা হয়, সঙ্গীদের সহায়তায় প্রার্থীদের দুর্বলতা কাটে, ধারণা স্পষ্ট হয়, অন্যের সঙ্গে আলোচনার কারণে নানা তথ্য উপাত্ত সহজে মনে থাকে। এমন দল বেঁধে পড়াশোনার কাজটা সহজ করে দিয়েছে ফেসবুক। তাই প্রতিনিয়ত বাড়ছে এসব গ্রুপের সদস্য সংখ্যা। যেমন বিসিএস চাকরিপ্রার্থীরা ফেসবুকে বিসিএস আওয়ার গোল নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন। ইতিমধ্য যার সদস্য অনেক অনেক জন হয়েছে। 

আরো পড়ুন: ক্যারিয়ার টিপস

আবার বিসিএস এর মৌখিক পরীক্ষা বিসিএস এর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে আলাদা গ্রুপ।চাকরি প্রার্থীরা সমবেত হয়েছেন চাকরি পড়াশোনা মৌখিক পরীক্ষায় ,একইভাবে বাংলাদেশের ব্যাংকে চাকরি প্রার্থীরা সমবেত হয়েছেন বিবি ২০১৩ নামের এরকম ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন চাকরির জন্য ফেসবুকে গ্রুপ খুলে চলেছেন। চাকরির পড়াশোনা বিসিএস মৌখিক পরীক্ষা চলাকালে বাংলাদেশ কর্ম কমিশনের সামনে উৎসব প্রার্থীর ভীড় চোখে পড়ার মতোই। 

কদিন পরে মৌখিক পরীক্ষায় ডাক পড়বে এমন প্রার্থীরা ভীড় করবেন সেখানে। কেমন প্রশ্ন করা হয়? কি কি জানতে চাই? ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়ার জন্য, বের হলেই সবাই মিলে জোড়াজড়ি শুরু করে কি প্রশ্ন করেছে তাকে সেটা জানার জন্য। কেউ সাক্ষাৎকার দিয়ে বের হয়ে এলে সবাই মিলে জোরা শুরু করে, কি প্রশ্ন করেছে? কতক্ষণ রেখেছে? বাড়তি কিছু বলেছে কিনা? এই দৃশ্য এখন পাল্টে যাচ্ছে কেননা অনেক প্রশ্নের উত্তর এখন মিলছে ফেসবুক গ্রুপে। উত্তর খুঁজতে এখন আর পিএসসির সামনে ভিড় না করলেও চলে। গ্রুপের সদস্যরা পরীক্ষা দিয়ে নিজেরাই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অন্যরা ফেসবুক থেকে তা ধারণা পাচ্ছেন।

 দেশের বিভিন্ন প্রান্তে থাকা চাকরি প্রার্থীরা সহজে সংযুক্ত থাকতে পারছে না। অন্যদের সঙ্গে নিয়ে দেখে নিতে পারছে সর্বশেষ প্রশ্ন উত্তর। একই প্রশ্নের উত্তর বিভিন্ন উপায় দেখা যায় সে লিখিত মৌখিক বা যে পরীক্ষায় হোক না কেন বিশেষ করে ব্যাখ্যা মূলক বা কৌশলগত প্রশ্নের গ্রহণযোগ্যতা উত্তরটি সহজে বেছে নেয়া সম্ভব। এই গ্রুপ থেকে হয়তো একজন কোন নমুনা পোস্ট করেছেন, অন্যরা তার উত্তর লিখে দিয়েছেন নানারকম যুক্তি দিয়ে।

 ফলে বাকিরা এসব প্রশ্ন উত্তর পড়ে অনুশীলন করতে পারছে সহজেই। যেমন আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কেন প্রশাসনের আসতে চান? বা পররাষ্ট্র ক্যাডারের সুযোগ পেলে বিনিয়োগ বাড়ানোর জন্য নিজের দেশকে বিশ্বের কাছে কিভাবে উপস্থাপন করবেন? এমন নানা প্রশ্নের যুক্তি-যুক্ত উত্তর দেয়ার জন্য অনেকের দিকনির্দেশনা চোখে  পড়বে ফেসবুক গ্রুপগুলোতে। আর এসব পোস্টের নিচে অনেক মন্তব্য তো আছে।

 ফলে নানা জনের নানা মতের আদান-প্রদানের সহজেই একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। অনেক জটিল বিষয়ক শুধু পড়াশোনা নয়, চাকরির সংক্রান্ত নানা তথ্য শেয়ার করা হয় এসব গ্রুপে। ফলে একজন চাকরি প্রার্থী সহজে অন্য কিছু খবর পেয়ে যান। নতুন চাকরির বিজ্ঞপ্তি ফলাফল নোটিশ কিংবা চাকরি ও চাকরির প্রস্তুতি সংক্রান্ত নানা লেখা বিনিময় করছেন তারা।

 এছাড়া বাজেট মুদ্রানীতি পররাষ্ট্র নীতি সহ বিশেষ কোন বিষয়ে প্রকাশিত প্রতিবেদনা আপলোড করা হচ্ছে যাতে একজন পরীক্ষার্থী প্রয়োজনে তারা ডাউনলোড করতে পারেন। বিতর্কিত বা আলোচিত সমালোচিত নানা বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং সেগুলো তথ্য সূত্র যুক্ত করা হচ্ছে এসব গ্রুপে।

মন্তব্য

ফেসবুক চাকরি প্রার্থীদের facebook গ্রুপের কল্যানে এখন দেশে নানা প্রান্তে তোরুণ তরুণীরা একটি সাধারণ প্ল্যাটফর্মে একসঙ্গে উপস্থিত হতে পারছেন। এতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রার্থীদের মধ্যেও পারস্পারিক যোগাযোগ বাড়ছে। নানাবিদ উপযোগিতায় কারণে ফেসবুকের এমন গ্রুপগুলো চাকরিপ্রার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

আরো পড়ুন: চাকুরী খুজছেন? চাকরি পেতে কিছু গুরুত্বপূর্ণ টিপস।




Sent
Enter

Write to K

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url