পড়াশোনা করার সঠিক সময় কোনটি? জেনে নিন

 পড়াশোনা করার সঠিক সময় কোনটি? জেনে নিন

সকালে পড়াশোনা করব? নাকি রাতে পড়াশোনা করব? থাক রাতে পড়তে বসবো। রাতে পড়ব, রাত্রি বেলা তো আমার ঘুম আসে। সকালে পরে নেবো। হয়তো প্রায়ই এই প্রশ্নটি আপনি নিজেকে করে থাকেন৷ তাই না?? তো চলুন আজ আমরা জেনে নিই যে পড়াশোনা করার পারফেক্ট টাইম কোনটি। যাতে আমরা সেই পড়াশোনাকে ভাল ভাবে মনে রাখতে পারি এবং পরীক্ষায় যেন ভালো স্কোর করতে পারি। তো  শুরু করা যাক, কোন সময় পড়াশোনা করলে ভালো হবে।

পোস্ট সূচিপত্র: পড়াশোনা করার সঠিক সময় কোনটি

জেনে নিন

  • রাতের সময়টা পড়াশোনার জন্য ভালো সময়
  • রাত্রিবেলায় পড়াশোনা করব তো ঘুম চলে আসে
  • দিনের বেলায় পড়াশোনা করার বেনিফিট
  • আপনার পড়াশোনা করার পারফেক্ট সময় কোনটি
  • মন্তব্য

রাতের সময়টা পড়াশোনার জন্য ভালো সময়

সকালে উঠে পড়তে বসতে হয়। কারন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মাইন্ড ফ্রেশ থাকে। সেই সময় কোনও আজেবাজে চিন্তা ভাবনা থাকে না। যার ফলে এই সময়ে পড়াশোনা করলে তা খুব তাড়াতাড়ি এবং ভাল ভাবে মনে থাকে। কিন্তু কিছু কিছু লোক আবার বলে যে সকালে নয়, বরং রাতে পড়াশোনা করা উচিত। রাতে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না। সকলেই ঘুমিয়ে পড়ে। যার ফলে পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। বিরক্ত করার কেউ থাকে না।

সকালে তো বাবা মা, ভাই বোন লোকজন। বাড়ি হন এই সকল জিনিস গুলির আওয়াজ আসতে থাকে। সকালে বাড়ির লোকেরা বিভিন্ন ধরনের কাজের ফরমাশ করতে থাকে। কিন্তু রাতে কাজের ফরমাশ করার কেউ থাকে না। চার দিক দিয়ে আমরা ফ্রি হয়ে পড়ি৷ তাই রাতের সময়টি হল পড়াশোনা করার সঠিক সময়৷

 আরো পড়ুনঃ ইসলামের পথে চলার উপায়, আল্লাহর পথে আসার উপায়

রাত্রিবেলায় পড়াশোনা করব তো ঘুম চলে আসে

কিন্তু এখন প্রশ্ন হল এই, যে রাত্রি বেলায় ঘুম চলে আসে। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনা তো? এক্ষেত্রে আমি কী করব, আমার জন্য কোনটি পড়াশোনা করার বেশ সময় হবে? কোন সময়টিতে পড়লে আমার পড়াশোনা সব থেকে বেশি এফেক্টিভ হবে৷ আমি ভালোভাবে পড়া মনে রাখতে পারব এবং পরীক্ষায় ভাল স্কোর করতে পারব। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে দিনের বেলায় পড়া এবং রাতের বেলায় পড়া আর কী কী বেনিফিট রয়েছে। যাতে আপনি নিজেই ডিসাইড করতে পারেন যে রাতে পড়াশোনা করা ঠিক হবে, নাকি দিনের বেলায় পড়াশোনা করা ঠিক হবে।

 দিনের বেলায় পড়ার বেনিফিট

দিনের বেলা সকালে পড়তে বসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হল মোরারজি। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর পড়তে বসার কথা ডিসাইড করেন, এই বিশেষ দিনটি আপনার জন্য সত্যিই খুব ভালো একটি সিদ্ধান্ত। সকালবেলা আপনার মাইন্ড সবথেকে বেশি ফ্রেশ থাকে। এর ফলে আপনার মাইন্ড খুব ভালো ভাবে কাজ করতে পারে। অর্থাৎ আপনার গ্রাফিন পাওয়ার এই সময়ে অর্থাৎ সকাল বেলা খুব বেশি থাকে। 

রাতের বেলায় পড়াশোনা করার বেনিফিট

তো চলুন এবার জেনে নিই যে রাতে পড়াশোনা করার কী কী বেনিফিট রয়েছে।  রাতে পড়াশোনা করার সবথেকে বড় বেনিফিট হল সাইলেন্স কেন ডিসট্যান্স। সকালে যতই ধীরে ধীরে বেলা বাড়তে থাকবে ততই আওয়াজ বাড়তে থাকবে। কিন্তু রাতে কোনও ধরনের ডিসট্যান্স থাকে না। যার ফলে আপনি পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ দিতে পারবেন।

আপনার জন্য পড়াশোনা করার পারফেক্ট সময় কোনটি

চলুন এবার আমরা জেনে নিই যে আপনার জন্য কোনটি সবথেকে ভালো সময় পড়াশোনা করার জন্য। এই প্রশ্নটি শুনে সহজ মনে হলেও উত্তরটি কিন্তু অতটা সহজ নয়। এই উত্তরটি বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। চিন্তা করার কোনও প্রয়োজন নেই। আমি এটি আপনাকে এক্সপ্লেন করে দেব। পড়াশোনা করার সঠিক সময় হল যখন আপনার মন চাইবে তখন।

আপনি যদি কারো চাপে পড়ে বা কারও কথা শুনে যদি আপনি আপনার পড়াশোনার শিডিউল চেঞ্জ করে ফেলেন। তাহলে আপনি যতটুকু পড়েছিলেন তা ও আর পড়তে পারবেন না। সাডেনলি কোনও টপার আপনাকে বললো যে আমি সকালে পড়তাম এবং আমি পরীক্ষায় টপ করেছিলাম। আর এই কথাটি শুনে যদি আপনি রাত্রি দুটোর দিকে সবার পরিবর্তে ভোর চারটায় ওঠার চেষ্টা করেন এবং ভোর চারটায় উঠে যদি পড়ার চেষ্টা করেন তো অবভিয়াসলি আপনি অসুস্থ তো হবেনই।

 তার সাথে সাথে আপনার পড়াশোনাতে মন বসবে না। কারণ পড়াশোনা করার টাইম টেবিলকে চেঞ্জ করতে অনেক সময় লাগে৷ কিন্তু আপনি সেটিকে একদিনেই চেঞ্জ করার চেষ্টা করছিলেন। সো যখনই আপনার পড়াশোনা করার মন চাইবে তখনই পড়তে বসুন। দেখুন হাতের পাঁচটা আঙুল সমান হয় না। সবার টেস্টও সমান হয় না তাই না। লাইফে আপনি এমন বহু লোককে পেয়ে যাবেন যাঁরা আপনাকে বলবে যে রাতে পড়াশোনা করো বা কেউ হয়তো আপনাকে বলবে সকালে পড়াশোনা করো। রাতে হোক বা সকালে হোক৷ যেই সময় তাঁদের পড়তে ভালো লাগে৷ তাই তাঁরা সেই সময় পড়ে। 

কিন্তু আপনার কাছে তাঁদের বলার টাইম টেবিল টি প্রযোজ্য না ও হতে পারে। আপনাকে যদি সকালে পড়তে ভালো লাগে তাহলে আপনি সকালে পড়ুন। যদি আপনাকে রাতে পড়াশোনা করতে ভালো লাগে তাহলে আপনি রাতে পড়ুন। যদি আপনাকে স্কুল থেকে বাড়ি ফেরার পর 1 ঘণ্টা ঘুমিয়ে তার পর উঠে পড়তে ভালো লাগে তাহলে আপনি এভাবে পড়ুন। পড়তে আপনি তখনই বসুন যখন আপনার মন চায়। যে সময়টিতে পড়াশোনা করতে আপনাকে ভালো লাগে। আপনি সেই সময়টিতে পড়ুন। আমাকে যে সময়টিতে পড়াশোনা করতে ভালো লাগে৷ সেই সময়টিতে যে আপনাকেও ভাল লাগবে তা না ও হতে পারে। 

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কি খাবেন কি খাবেন না

মন্তব্য

সুতরাং সোসাইটি রেকর্ডিংয়ে না পরে আপনাকে যে সময়টিতে পরতে ভালো লাগে যে সময়টিতে আপনি মনোযোগের সাথে পড়াশোনা করতে পারেন৷ যে সময় পড়ে আপনার বহু দিন পর্যন্ত পড়া  মনে থাকে সেই সময়টিতে আপনি পড়তে বসবেন। সেটা ভোর হোক, সকাল হোক, বিকেল হোক বা রাত্রি হোক না কেন। যে সময়টিতে আপনাকে পরতে ভালো লাগে সেই সময়টিতেই আপনি পড়তে বসুন। পড়াশোনা করার নির্দিষ্ট কোনও সময় হয় না যে কোনও টাইমই পারফেক্ট টাইম।

 শুধু মনোযোগী হওয়া দরকার। তো আশা করছি যে এবার আপনি পোষ্টের শুরুতে বলা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো বন্ধু আপনি কখন পড়াশোনা করেন সকালে বিকেলে নাকি রাতে? তা নীচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পোস্টটি পড়ে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যাতে ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায় আপনাদের সঙ্গে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url