ক্যারিয়ার টিপস
জীবন একটি ছোট্ট এবং অনিশ্চিত সময়। এখানে সময়ের সর্বোচ্চ ব্যবহার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন নানা নেতিবাচক বিষয় নিয়ে চিন্তাভাবনা করে অতীতমুখী থেকে সময় নষ্ট না করা। বা অতীতের কোন অতীতের চিন্তাভাবনা নিয়ে সময় নষ্ট করা আপনার মোটে উচিত নয়। এ কারণে সাতটি বিষয়ের অবতারণা যত তাড়াতাড়ি আপনি বন্ধ করতে পারবেন, আপনার ক্যারিয়ার জন্য ততই মঙ্গল বয়ে নিয়ে আসবে। ক্যারিয়ার আপনার হাতের মুঠোয় ধরা দিবে এই সাতটি কাজ করতে পারলে।
১.সমস্যা থেকে পালানো:
জীবনে চলার পথে অনেক সমস্যায় পড়েন। কিন্তু এ সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা অবশ্যই আপনার জন্য মঙ্গল হতে পারে না। বিভিন্ন সমস্যা থেকে পালানো বাদ দিতে হবে আপনাকে। আপনি সমস্যার সম্মুখীন হবেন, সেগুলো সমাধান করার চেষ্টা করবেন।
২.আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না:
মনে রাখবেন আপনি পৃথিবীতে একজনই আছেন। আপনি একটি সমাজে বসবাস করেন এবং আপনার নানা অংশের সমষ্টি হলেন আপনি। নতুন মানুষ বা অন্য মানুষ যারা আপনাকে ভালবাসে তারা এই আপনাকেই ভালোবাসে অন্য কাউকে নয়।
আরো পড়ুনঃ ক্যারিয়ার কি? আপনি যেভাবে ক্যারিয়ার নির্বাচন করবেন
৩.অতীতমুখী চিন্তাভাবনা বাদ দিন:
একটি গল্পের পরবর্তী পর্বে যেতে গেলে আপনাকে পাতা উল্টাতেই হবে। আপনি যদি একটি পাতাতে আবদ্ধ থাকেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন না। জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে আপনার সংঘর্ষ মতানৈক্য মতের অমিল হতে পারে। তাদের কথা ভুলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে।
৪.ভুল করতে ভয় পাবেন না:
মানুষ মাত্রই ভুল করে। জীবনের নানা কাজেও আপনার অনেক ভুল হয় বা হবে। কিন্তু ভুলের ভয়ে কাজ বন্ধ করে দিলে চলবে না। ভুল যত হবে তত আপনার সংশোধন হবে। তাই ভুল করবেন সংশোধন করবেন এবং সামনে এগিয়ে যাবেন।
৫.সব ক্ষেত্রে প্রতিযোগিতা বাদ দিন:
আমাদের একটা স্বভাবজাত অভ্যাস রয়েছে, সব মানুষের সঙ্গে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আপনার একমাত্র আপনার নিজের সঙ্গেই প্রতিযোগিতা করা উচিত। নিজের ব্যক্তিগত ক্যারিয়ার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। অন্য মানুষ কি করল সে ভিত্তিতে আপনার লক্ষণ নির্ধারণ করা উচিত নয়। নিজের লক্ষ্য আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে।
৬.নিজের জন্য দুঃখিত হবেন না:
অতীতের নানা ভুলের জন্য সারাক্ষণ দুঃখিত হতে থাকবেন না। আপনি কত অভাগা এ ধরনের চিন্তাভাবনাও করবেন না। এসব চিন্তা-ভাবনা আপনাকে পিছনে টেনে ধরবে সামনে এগোতে দিবেনা। সুতরাং সারাক্ষণ দুঃখিত না হয়ে নতুন চিন্তাভাবনার সৃষ্টি করাই উত্তম।
আরো পড়ুনঃ Career ক্যারিয়ার নির্বাচন করার আটটি উপায় ।
৭.নেতিবাচকতা বাদ দিন:
এ বিষয়টা আপনার সত্যি বাদ দেওয়া উচিত। নেতিবাচক বিষয়টা আপনাকে আপনার পিছু টেনে ধরবে। আপনাকে সামনে এগোতে দেবেনা। নেতিবাচক চিন্তা নেতিবাচক কাজ ইত্যাদি যত তাড়াতাড়ি বাদ দেবেন, ততই আপনার জন্য মঙ্গল। জীবনের অধিকাংশ বিষয়কে ইতিবাচকভাবে দেখুন নেতিবাচক বিষয়টা বাদ দিন। কোন বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা-ভাবনা আপনার ক্ষতি করবে।
মন্তব্য:
আমাদের জীবনটা ছোট্ট। এই ছোট্ট সময়ে আমরা কে ক্যারিয়ার জন্য়ে বিচার বিবেচনা করে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে অনেক খারাপ সময় ভালো সময় আসবে, অনেক সমস্যার সম্মুখীন হব আমরা। কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের নিজেকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সব সময়ই পজিটিভ চিন্তাভাবনা আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। তাই আসুন সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করি, আমাদের জীবনের সমস্যার স্থানগুলোকে আমরা বাদ দিয়ে সামনে এগিয়ে যাই।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url