চাকুরীর ইন্টারভিউতে সফল হওয়ার তিনটি পূর্ব শর্ত
চাকুরীর ইন্টারভিউতে সফল হওয়ার তিনটি পূর্ব শর্ত
অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কোন ফলাফল পাচ্ছেন না। কোন একটা কারণে কেন যেন আপনার স্বপ্নের চাকুরিটি বারবার হাত ছাড়া হয়ে যাচ্ছে। সবকিছুতেই ভালো করছেন কিন্তু ইন্টারভিউ এ সব গুলিয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারছেন না কি কারণে এমনটা হচ্ছে। এর মূল কারণটি হচ্ছে আপনি চাকরি ইন্টারভিউ এর জন্য অবশ্য পালনীয় পূর্ব শর্তগুলো মেনে চলছেন না। যার ফলে শত চেষ্টা থাকা সত্ত্বেও আপনার সেরাটা দিতে পারছেন না। তাই জেনে নিন চাকরির ইন্টারভিউ এর জন্য অবশ্য পালনীয় তিনটি পূর্ব শর্ত।
পোস্ট সূচিপত্র: চাকুরীর ইন্টারভিউতে সফল হওয়ার তিনটি পূর্ব শর্ত
- চাকরির ইন্টারভিউ এর ভয়কে জয় করতে হবে।
- ইন্টারভিউয়ের জন্য অনুশীলন এবং অনুশীলন করতেই হবে।
- ইন্টারভিউ দিবা স্বপ্ন নয়
চাকুরীর ইন্টারভিউ এর ভয়কে জয় করতে হবে।
ভয়কে জয় করুন। আপনার মনের ভেতরের অহেতুক ভয়টিকে যদি জয় করতে না পারেন তাহলে সে কখনোই আপনাকে জয়ী হতে দেবে না। শত যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন আপনি হেরে যাচ্ছেন। কারণ ভয় আপনাকে হারিয়ে দিচ্ছে। আপনাকে আটকে ধরে রাখছে অহেতুক দুশ্চিন্তার বেড়াজাল। তাই ভয় নয়, ভয়কে জয় করুন নিজের প্রতি বিশ্বাস স্থাপন করুন নিজেকে বলুন আপনি পারবেন। ইন্টারভিউ খারাপ হলে আপনি চাকরিটা পাবেন না এর বেশি কিছুই নয়। ভয় দূর করার জন্য নিজেকে তিনটি কথা বলুন
১. আপনি কোন বাঘের খাচায় পড়তে যাচ্ছেন না।
২. পৃথিবীর সবাই সবকিছু জানে না, এমন অনেক কিছুই আছে যা আপনি জানেন কিন্তু চাকরিদাতা জানেন না।
৩ আপনার হারানোর কিছুই নেই হয় আপনি জিতবেন না হয় আপনি শিখবেন।
এছাড়াও ইন্টারভিউ এর দিন ভয় কাটানোর জন্য ১০ মিনিট পূর্বে ইন্টারভিউ স্থানে উপস্থিত হবেন। গলা শুকিয়ে আসলে পিয়নের কাছ থেকে পানি চেয়ে খেয়ে নিতে পারেন। ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর কোনভাবে নিয়োগকর্তাদের কাছে পানি খেতে যাবেন না। স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য বারবার দীর্ঘ শ্বাস নিন। এতে আপনি ভয় কাটিয়ে অনেক স্বাভাবিক ও সাবলীল হয়ে ইন্টারভিউ এ প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন ভয় পেয়েছেন তো হেরেছেন। তাই ভয়কে জয় করুন সাফল্য আপনারই।
আরো পড়ুন : ইন্টারভিউ বোর্ডে যে দশটি বিষয় প্রকাশ করা যাবে না
ইন্টারভিউয়ের জন্য অনুশীলন এবং অনুশীলন করতেই হবে।
অনুশীলন অনুশীলন আর অনুশীলন। একটি ভালো ইন্টারভিউ এর জন্য অনুশীলনের গুরুত্ব অনস্বীকার্য। তাই অনুশীলন করুন ইন্টারভিউ এ যাবার পূর্বে যতটুকু অনুশীলন করা সম্ভব। নিজেকে যত ভালো করে তৈরি করবেন সাক্ষাৎকারের জন্য তত সফলতার দিকে এগিয়ে যাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করুন। কিভাবে আপনি কথা বলবেন আপনার অভিব্যক্তিগুলো ভালো করে লক্ষ্য করুন। দেখুন আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারছেন কিনা।
আপনার চোখে যদি কোন ভুল ধরা পড়ে তা ঠিক করার চেষ্টা করুন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে আবার ছায়া ইন্টারভিউ দিন। এই অনুশীলনটি আপনার ভেতরকার জড়তা গুলোকে ভেঙে দিবে। ফলে মূল ইন্টারভিউ এর সময় আপনি আবারও সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আপনার অনুশীলন টিকে আরো একটু মাত্রা দিতে পারেন। আপনার বন্ধুদের সাহায্য নিতে তাদের সাহায্যে একটি ছায়া ইন্টারভিউ এর ব্যবস্থা করুন। জিজ্ঞাসা করুন আপনার অভিব্যক্তি চোখের দৃষ্টির মাঝে কোন স্নায়বিক দুর্বলতা প্রকাশ পেয়েছে কিনা।
কেননা আপনার কথা দিয়ে আপনি আত্মবিশ্বাসের ছাপ ফুটিয়ে তুলতে পারলেও তা যদি আপনার অভিব্যক্তিতে প্রকাশ না পায়, তাহলে তা নিয়োগকর্তাদের মাঝে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। প্রস্তুতিতে আরো একটু মাত্রা যোগ করতে আপনার অভিব্যক্তিগুলো কে ভিডিও করতে পারেন। আপনি নিজেও দেখে নিন কোথায় কোথায় ভুল হচ্ছে। অন্যদের জিজ্ঞাসা করুন তাদের মতামত নিন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করুন। মনে রাখবেন একটি ভাল প্রস্তুতি একটি ভালো ইন্টারভিউ এর পথ সুগম করে দেয়।
ইন্টারভিউ দিবা স্বপ্ন নয়
কখনোই ভাবতে যাবেন না একটি ইন্টারভিউ এর মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত চাকরি পেয়ে যাবেন। ভাবতে হবে এটা সূচনা মাত্র। ইন্টারভিউ যেমনই হোক না কেন ভাবুন আপনি দুই ভাবে সফল হবেন। হয় চাকরি পাবেন না হয় নতুন কিছু শিখবেন। যা কাজে লাগিয়ে আপনি পরবর্তী ইন্টারভিউ এ ভালো কিছু করতে পারবেন।
মন্তব্য
একটি সফল ইন্টারভিউ এর জন্য প্রয়োজন ভালো প্রস্তুতি। ভালোভাবে প্রস্তুতি নিলে আপনি ইন্টারভিউ সফল হবেন। এছাড়াও চাকরির ইন্টারভিউ সফল হতে হলে আপনাকে আপনার ভিতরের ভয়কে জয় করতে হবে। অনুশীলনের পর অনুশীলন করতে হবে আপনাকে। কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আপনি যত অনুশীলন করবেন ইন্টারভিউ তত বেশি ভাল হবে।
আরো পড়ুন : চাকুরীর ইন্টারভিউ এর জন্য যে পোশাক পড়বেন/ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url