প্রতিদিন নিজেকে এই পাঁচটি প্রশ্ন করুন

 প্রতিদিন নিজেকে এই পাঁচটি প্রশ্ন করুন

সুপ্রিয় পাঠক বন্ধু, আসসালামু আলাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এপিজে আবদুল কালাম বলতেন যে, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না। কালাম স্যর পাঁচটি এমন কথা বলেছিলেন যেটি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনি লাইফের যে সিচুয়েশনেই থাকুন না কেন এই পাঁচটি কথা আপনার ব্রেন এবং মাইন্ড কে রিপ্রোগ্রাম করার জন্য যথেষ্ট। সকালে ঘুম থেকে ওঠার পর এই পাঁচটি কথাকে নিজেকে বলুন এবং তার পর দেখুন জাদু। চলুন জেনে নিই পাঁচটি কথা কি কি।

পোস্ট সূচিপত্র:  প্রতিদিন নিজেকে এই পাঁচটি প্রশ্ন করুন

  • প্রতিদিন নিজেকে বেস্ট মনে করুন
  • আপনি সবকিছুই করতে পারেন এটা বিশ্বাস করুন
  • এটা মনে করুন যে, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন।
  • এটা বলুন যে আপনি একজন উইনার
  • আজকের দিনটি আমার দিন
  • মন্তব্য
  • প্রতিদিন নিজেকে বেস্ট মনে করুন

    সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজেকে বলুন যে, আমি সব থেকে বেস্ট। আমি সব থেকে বেস্ট মানে পৃথিবীর কোনও ব্যক্তিরই আপনার সাথে তুলনা হয় না। একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলুন আমি সব থেকে বেস্ট। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি সব থেকে বেস্ট কীভাবে হতে পারি। আমার থেকেও কত ভালো ভালো লোক রয়েছে এই পৃথিবীতে। আমি তো তাদের সামনে কিছুই না। আপনার অ্যাকশনস ডিপেন্ড করে আপনার থিঙ্কিং এর উপর। 

    অর্থাৎ আপনার কর্ম নির্ভর করে এই বিষয়টির উপর যে আপনি কি ভাবেন এবং আপনি কী বিশ্বাস করেন তো আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি সবথেকে বেস্ট। যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে কথাটি বলেন যে আমি সব থেকে বেস্ট,  এই কথাটি এই ইনফরমেশন টি সাব কনসিয়াস মাইন্ড এ পৌঁছে যায়। আর এক সময় অবশ্যই আসবে যখন আপনি সব থেকে বেস্ট হয়ে যাবেন।

    আরো পড়ুনঃ আপনি সবার পছন্দের মানুষ হয়ে ওঠুন, ৫টি উপায়ে

    আপনি সবকিছুই করতে পারেন এটা বিশ্বাস করুন

     দ্বিতীয় কথা যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে নিজেকে বলতে হবে যে আমি এটা করতে পারব। প্রতিটি মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে। কিন্তু প্রবলেম হল এই  70% লোকেরাই তাঁদের স্বপ্নকে পূরণ করতে পারে না। আর তাঁদের সেই স্বপ্ন পূরণ না হওয়ার সব থেকে বড় কারণ হল যে তারা নিজের উপর বিশ্বাস করতে পারে না। তো আপনি এই ভুলটি করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে, আমি এটা করতে পারব।

    এটা মনে করুন যে, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন।

    তৃতীয় কথা প্রতিদিন নিজেকে বলুন যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে। যখনই মানুষের সাথে কোনও খারাপ ঘটনা ঘটে তখন সেই ব্যক্তির মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে যেটা আমার সাথে কেন এমন হল। ঈশ্বর আমার সাথে কেন এমন করল। দেখুন আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনি কি ভেবেছিলেন যে ঈশ্বর কারও সাথে খারাপ করবে।

    ঈশ্বর আমাদের সাথে যা করে তাতে কারও না কারও মঙ্গল অবশ্যই হয়,বা হতেই পারে। যে মঙ্গল কোনও কোনও বার আমাদের জন্যে হয় না। কিন্তু আমাদের কারণে অন্য কারো তো ভালো হয়। এই জন্যই ঈশ্বরের উপর সব সময় বিশ্বাস রাখুন এবং নিজেকে বলুন যে ঈশ্বর সবসময় আমার সাথে আছে।

    এটা বলুন যে আপনি একজন উইনার

     চতুর্থ কথা৷ যা আপনাকে নিজেকে বলতে হবে যে আমি একজন উইনার৷ পৃথিবীর অর্ধেকের থেকে বেশি লোক কোনও না কোন জিনিসে হেরে গেছে। আর যখন ওরা হেরে যায় তখন নিজেকে একজন লুজার মনে করে। কিন্তু তারা নিজেকে এটা বলে না যে আমি একজন উইনার। এবার তো মেনে তো দেখুন যে আপনি জয়ী। যখনই আপনি নিজেকে এই কথাটি বলবেন, দেখবেন আপনার অ্যাকশনগুলো তখন উইনারের মতো হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখুন যে, যদি আপনার অ্যাকশনের মতো হয়ে যায়। তাহলে আপনাকে কি কেউ হারাতে পারবে?

    আজকের দিনটি আমার দিন

    পঞ্চম কথা যা আপনাকে নিজেকে বলতে হবে তা হল, আজকের এই দিনটি আমার দিন। গতকাল অবধি যা হয়েছে তা হয়ে গেছে। কিন্তু আজকের এই দিনটি কেবলমাত্র আমার। আজকের এই দিনটিকে আমি আমার জীবনের সবথেকে বেস্ট দিন বানাব। যদি আজও আপনি সেগুলিকে করেন যা গত কাল অব্দি করছেন তাহলে আজ আপনি ততটুকু পাবেন।

    যতটুকু গতকাল পেয়েছেন আপনার সাকসেস ডিপেন্ড করে এই বিষয়টির উপর যে আপনি প্রতিদিন কি কি করছেন, কীভাবে নিজের সময়কে কাজে লাগাচ্ছেন। যে কাজগুলিকে আপনি করছেন সেগুলিকে কতটা ভাল ভাবে করছেন। তো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে বলুন যে আজকের এই দিনটি কেবলমাত্র আমার আর আমি এই দিনটিকে আমার জীবনের সব থেকে বেস্ট দিন বানাব। 

    মন্তব্য

    এই পাঁচ টি কথা একবার আমরা রিভাইস করে নি। যা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে বলতে হবে নাম্বার ওয়ান আমি সব থেকে বেস্ট। নাম্বার টু আমি এটা করতে পারব আমার কাছে এই কাজটি অসম্ভব নয়। নম্বর থ্রি ঈশ্বর সবসময় আমার সাথে আছে ।নাম্বার ফোর আমি একজন উইনার। এবং নাম্বার ফাইভ আজকের দিনটি শুধুমাত্র আমারই দিন। এই পাঁচটি কথাকে প্রতিদিন সকালে বলুন এবং সারাদিন মনে রাখুন। তারপর দেখুন ম্যাজিক।

    আরো পড়ুনঃ  বুদ্ধিমান ব্যক্তির সাতটি  বৈশিষ্ট্য

    শেষের কথা

    সুপ্রিয় পাঠক বন্ধু পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরো হেল্পফুল পোস্ট পেতে মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url