গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতেও দাড়ি কামানো ভয়ংকর পাপ
গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতেও দাড়ি কামানো ভয়ংকর পাপ
সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামুয়ালাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম। গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতে বেশি মারাত্মক পাপ হল দাড়ি কামাই করা। কেননা এটি জঘন্যতম একটি কবিরা গুনাহ। যা সাধারণ মানুষ উপলব্ধি না করার কারণে সহজেই বুঝতে পারে না। আজকে আপনাকে আমি জানানোর চেষ্টা করব অশ্লীল ভিডিও বা যিনা করার থেকেও জঘন্যতম পাপ দাড়ি কামায়।
পোস্ট সূচিপত্র: গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতেও দাড়ি কামানো ভয়ংকর পাপ
- গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতে ও দাড়ি কামায় বেশি পাপ হয়।
- গোপনে যিনার থেকেও ভয়াবহ পাপ দাড়ি কামাই করা।
- দাড়ি কাটার ভয়াবহতা
- মন্তব্য
গোপনে অশ্লীল ভিডিও দেখার চাইতে ও দাড়ি কামায় বেশি পাপ হয়।
প্রথমত, কেউ যখন গোপন অশ্লীল কিছু দেখে এর দ্বারা সে নিঃসন্দেহে একটি আবেগঘন লিপ্ত হয়। কিন্তু এটা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে। ব্যক্তি তওবা করলে আল্লাহ মাফ করে দেন। সব চেয়ে বড়ো কথা এতে কেবল পাপের এই মুহূর্ত টাতেই গোনাহগুলি লিপিবদ্ধ করা হয়। অপরদিকে দাড়ি কামায়,এরপর থেকে পুনরায় দাড়ি গজানোর আগ পর্যন্ত প্রতিমুহূর্ত এমনকী প্রতিটা সেকেন্ডে ব্যক্তির আমলনামায় অনবরত গুণাবলী যুদ্ধ হতে থাকে।
আরো পড়ুনঃ গীবত করার শাস্তি জানলে অবাক হবেন
গোপনে যিনার থেকেও ভয়াবহ পাপ দাড়ি কামাই করা।
গোপন যিনাকারী ব্যক্তি তাঁর খায়েস স্বাদ মেটাতে যিনাই লিপ্ত হয়ে থাকে। অপরদিকে ব্যক্তির কোনও খায়েস স্বাদ কিংবা প্রবৃত্তিগত চাহিদা না থাকা সত্ত্বেও সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি নিদর্শন কে পুরোপুরি মুছে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। তারপর যিনার ক্ষেত্রে ব্যক্তি এটা অপরাধ মনে করে লিপ্ত হয়। অপরদিকে দাড়ি কামিয়ে লিপ্ত ব্যক্তি এটাকে আহামরি কোনো পাপ করেন না এমন ধারণা পোষণ করা ও ইমানহীন হওয়ার একটি লক্ষণ।
দাড়ি কাটার ভয়াবহতা
গোপন পাপে লিপ্ত ব্যক্তি যতক্ষণ না প্রকাশিত, প্রচার করছে ততক্ষণ সে ক্ষমা চাইলে তা সাথে সাথে ক্ষমা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে দাড়ি কামাই করা ওই জনসমক্ষে নিজেকে উপস্থাপনের লক্ষ্যে নিজের সুন্নত বিরোধী কর্মে অন্যের প্রশংসা লাভের উদ্দেশ্যে। ফলস্বরূপ এতে সমাজের দাড়ি কাটার কোনো প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়। অন্যদের পুরোদমে উৎসাহিত করা হয়। আর নিঃসন্দেহে কোনও গুনাহ নিজে করা যত ভয়াবহ, তার চাইতে বেশি ভয়াবহ হল নিজে গুনাহ করার পর তা অন্যদের বলে বেড়ানো। নিজের গোনাহের কথা অন্যদের প্রচার করে বেড়ানো।
এতে মানুষের স্বভাবজাত ফিতরাত নষ্ট হয়ে যায়। তাছাড়া উক্ত ব্যক্তির দাড়ি বিহীন চেহারা যত ব্যক্তি প্রশংসা করবে, তত ব্যক্তি তার অনুকরণে দাড়ি কামাই করবে। আল্লাহর কসম তাঁদের প্রত্যেকের গুনাহের একটি অংশ। তারা আমল নামে যুক্ত হতে থাকবে। এমনকী উক্ত ব্যক্তি মারা গেলে তাঁর রেখে যাওয়া ছবির অনুকরণেও যদি কেউ এই পাপের লিপ্ত হয়, তবে এদের গুনাহের বোঝা ও তাঁর আমলনামায় যে থাকবে। এটা এমন মরে গেলেও যা থেকে নিস্তার পাওয়ার কষ্টকর। আবু হুরায়রা রা হতে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত ক্ষমা পাবে।
তবে পাপ প্রকাশকারী ব্যতীত আর এক প্রকার প্রকাশ্যেই যে কোনও ব্যক্তির হাতে কোনও পাপ কাজ করে, যা আল্লাহ গোপন রাখেন। কিন্তু সকাল বেলা সে বলে বেড়ায় সে অমুক আমি আজ রাতে এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত্রি অতিবাহিত করেছিল যে আল্লাহ তাআলা তার পাপ গোপন রেখেছিলেন। কিন্তু সে সকালে উঠে তাঁর উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে। সহীহ বুখারী ও সহীহ মুসলিম। আর তারই হয়ত এমন এক পাপ যা গোপন করার কোনও সুযোগই নেই। ব্যক্তি যদি কাউকে এটা বলে না ও বেড়ায় যে আমি দাড়ি কামাই করেছি এর পর লোকের সামনে তা প্রকাশিত হয়ে যায়।
অন্য এমন কোনও পাপ সম্পর্কে আমার জানা নেই। যেটা কেউ গোপনে করে অথচ নিজে স্বীকার করার আগে কেউ জানতে পারে। কেবল দাড়ি কামায়ের পাপী এর থেকে ব্যতিক্রম। এক্ষেত্রে ব্যতিক্রম এ ধরনের প্রকাশ্য পাপের ভয়াবহতা এত বেশি, যে ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তাওবা করে এতে হয়তো তাঁর দাড়ি কামাই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু অন্য যারা তার দেখাদেখি অনুপ্রাণিত হয়ে দাড়ি কামাই করেছে। আল্লাহ ক্ষমা না করলে এদের পাপের বোঝা যায় যে বয়ে বেড়াতে হবে।
এদিক থেকে খেলোয়াড় অভিনেতা, গায়ক সেলেব্রিটিদের পাপী সবচেয়ে বেশি। কেননা তাদের দেখাদেখি তাদের অধিকাংশ ভক্ত প্রতিনিয়তই পাপ করে বেড়াচ্ছে। তাহলে তারা আমাদেরকে ক্ষমা করো নিঃসন্দেহে জিনা ভয়াবহ ভাবে। আল্লাহ এর ধারেকাছেও যেতে নিষেধ করেছেন। যিনার কারণে দুনিয়া ও আখেরাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। এখানে মোটেও জেনাকে ভদ্র ভাবে উপস্থাপনা করা হচ্ছে না। কিংবা জিনা করার বৈধতা নিয়েও আলোচনা করা হচ্ছে না।
বরং প্রকাশ্যে যিনার নিঃসন্দেহ দাড়ি কামিয়ে চাইতে জঘন্য পাপ। তবে এখানে গোপন যিনা যা আল্লাহর বান্দা ব্যতীত কেউ জানে না এর সাথে প্রকাশ্যে দাঁড়িয়ে সময়ের মতো ভয়াবহ না এর তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে যাতে, মানুষ বুঝতে পারে যে গোপন যিনার বা অশ্লীল কাজ করার চাইতেও দাড়ি কামানো বেশি ভয়ংকর বা ক্ষতি রয়েছে পরকালে।
আরো পড়ুনঃ ঈমান নষ্ট হওয়ার ৫টি কারণ
মন্তব্য
সুপ্রিয় পাঠক বন্ধু, পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম বিভিন্ন ধরনের ভয়ংকর পাপ সম্পর্কে জানতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url