সব মেয়ের মধ্যে এই পাঁচটি গুণ থাকা উচিত

 সব মেয়ের মধ্যে এই পাঁচটি গুণ থাকা উচিত

সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামুয়ালাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই পোস্টটি ছেলেদের জন্য নয়। আজ আমরা জানবো একজন amazing girl এবং একজন  amazing women এর মধ্যে থাকা পাঁচটি qualites ব্যাপারে. যদি কোয়ালিটি গুলো অলরেডি আপনার মধ্যে রয়েছে তো বিষয় নিয়ে আপনি অলরেডি একজন amazing incredible girl. যদি আপনার মধ্যে কোয়ালিটি গুলি না থাকে তাহলে আপনি ইজিলি এগুলোকে নিজের মধ্যে ডেভেলপ করে একজন অসাধারণ নারীতে পরিবর্তিত হতে পারবেন।

পোস্ট সূচীপত্র: সব মেয়ের মধ্যে এই পাঁচটি গুণ থাকা উচিত

  • নিজেকে ম্যাচিউর করে গড়ে তুলুন
  • নাটক এবং গল্প থেকে নিজেকে দূরে রাখুন
  • ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হন
  • নিজেরসেল্ফ রেসপেক্ট (self respect) কে ধরে রাখুন
  • নিজেকে জেনুইন হিসেবে তৈরি করুন

 নিজেকে ম্যাচিউর করে গড়ে তুলুন

মেয়েরা বেসিকালি কম বয়সেই ম্যাচুউর হয়ে যায়। কিন্তু তাদের চাইল্ড স্বভাব কোন দিনই যায় না। কিছু কিছু মেয়ে তো 20/22 বছর হয়ে যাওয়ার পরও কার্টুন দেখে। ছোট ছোট কথায় শিশুদের মতো রেগে যায় বায়না করে খুশি হয়ে যায়। দেখুন শিশুর মতোই স্বভাব কিন্তু একেবারেই খারাপ জিনিস নয়। নিজের মধ্যে ইনোসেন্ট এবং চাইল্ড স্বভাব থাকা একেবারেই খারাপ জিনিস নয়। 

ম্যাচিউর শুরুর হওয়ার মানে হল এই যে, সে জানবে যে, কোথায় তাঁকে বুঝে শুনে কাজ করতে হবে। আর কোথায় শিশুর মতন আচরণ করতে হবে। বহু নারী রয়েছে যাঁদের পৃথিবীর লোকেদের কাছে এক ইমেজ রয়েছে প্রফেশনাল সিরিজ স্ট্রং অ্যাকশন নেওয়া নারী। কিন্তু সেই একই মেয়ে নিজের বাড়িতে একজন শিশুর মতো বিহেভ করে। 

আরো পড়ুনঃ আপনি সবার পছন্দের মানুষ হয়ে ওঠুন, ৫টি উপায়ে

নাটক এবং গল্প থেকে নিজেকে দূরে রাখুন

ড্রামা এবং গসিপ মেয়েদের পছন্দের একটি টপিক।আপনাকে ড্রামা এবং গসিপ থেকে দূরে থাকা উচিত। একজন ম্যাচিউর বুদ্ধিমান মেয়ে কখনও গসিপ করে না। সে কখনও কারও সমালোচনা বা দুর্নাম করে না।আর না তো সে নিজের লাইফে কোনো ড্রামা পছন্দ করে। আপনি হয়তো নিজের আশেপাশে এমন বহু লোককে দেখেছেন যাঁরা কিনা বিনা কারণে ঝগড়া করে, ছোট ছোট কথায় ওভাররিঅ্যাক্ট করে। এক কথায় এরা প্রচুর ড্রামা করে লোকেদের অগোচরে তাঁদের দুর্নাম করে। দেখেছেন তো আপনাকে বলে রাখি যে সকল ব্যক্তিরা এই স্বভাবের হয়। তাঁদের মধ্যে সেল কনফিডেন্সের প্রচুর অভাব থাকে।

ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হন

ফাইনান্সিয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট দুই দিক থেকে আপনাকে  ম্যাচিউর হওয়া চাই। কীভাবে আপনি টাকা কে ম্যানেজ করবেন খরচ করবেন ইনভেস্ট করবেন এই বিষয়গুলি আপনার জেনে রাখা উচিত। ন্যাচারালি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে টাকাকে সেভ করে রাখার গুণও অনেক বেশি থাকে। আপনারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ভালোভাবে জেনে রাখা উচিত। বহু মেয়ে এমন রয়েছে যারা কেবলমাত্র নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য প্রচুর টাকা খরচ করে দেয়। 

যদি এক্সটার্নাল বিউটি তাদের প্রায়োরিটি হয় তাহলে তারা সেটির জন্য যে টাকা খরচ করছে সেটা তাদের নিজের উপার্জন করা টাকা হওয়া উচিত। বহু সৌন্দর্যকে বাড়ানোর চক্করে টাকা খরচ করার আগে তাদের এটি ভাবা উচিত যে আমি যে 700 টাকার শেষের 1000 টাকার ড্রেস এবং তিনশ টাকা শেষ কিনলাম। তো এটাকে উপার্জন করার জন্য আমার বাবাকে দাদাকে বা হাসব্যান্ড কে কতটা পরিশ্রম করতে হয়েছে। তা সত্যিই কি জিনিসগুলো আমার প্রয়োজন ছিল?

নিজেরসেল্ফ রেসপেক্ট (self respect) কে ধরে রাখুন

সেল্ফ রেসপেক্ট এটি হল এমন একটি জিনিস যার সাথে আপনার কোনওদিন কম্প্রোমাইজ করা উচিত নয়। আপনি ছেলে হন বা মেয়ে। সেলফ রেস্পেক্ট মানে আত্মসম্মান যেন কোনওদিনই আপনার নষ্ট না হয়। সেল্ফ রেসপেক্ট কে হারিয়ে ফেলা মানে সবকিছুকে হারিয়ে ফেলা। বেশিরভাগ লোকেরাই রিলেশনশিপে নিজের সেলফ রেস্পেক্ট কে হারিয়ে ফেলে। 

হ্যাঁ, দেখুন আমাদের লাইফে কিছু কিছু লোক রয়েছে যারা খুবই ইম্পরট্যান্ট। অবশ্যই আমাদের তাদেরকে কেয়ার করা উচিত। তাদেরকে কেয়ার করতে গিয়ে যেন আপনার সেলফ রেসপেক্ট নষ্ট না হয়ে যায়। দেখুন কোন মেয়েকে রেসপেক্ট করা তাকে সুন্দর বলার চাইতেও সুন্দর। তাই নিজের সেলফ রেস্পেক্ট কে  ধরে রাখুন।

নিজেকে জেনুইন হিসেবে তৈরি করুন

বর্তমান পৃথিবীতে বিভিন্ন লোকদের মাঝে জেনুইন লোক খুব কমই পাওয়া যায়। তাই আপনি কম সংখ্যক লোকের মধ্যে থেকে একজন তৈরি হন একজন রিয়েল জেনুইন পার্সন হন। আপনি যেমন আছেন তেমনই থাকুন। লোককে ইম্প্রেস করার চক্করে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি একজন অথেন্টিক এবং জেনুইন পার্সেন্ট হন। আপনি ন্যাচারালি যেমন আছেন তেমনই থাকুন। নিজেকে ইমপ্রেস করার চেষ্টা করুন। নিজের মধ্যে ভালো পলিটিক্সকে ডেভেলপ করার চেষ্টা করুন। 

আরো পড়ুনঃ প্রতিদিন নিজেকে এই পাঁচটি প্রশ্ন করুন

মন্তব্য

প্রিয় পাঠক বন্ধু পোস্টটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম হেল্পফুল পোস্ট পেতে মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url