পৃথিবীর রহস্যময় অজানা তথ্য
পৃথিবীর রহস্যময় অজানা তথ্য
সুপ্রিয় পাঠক বন্ধুরা আসসালামু আলাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা পৃথিবীর সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো। যেগুলো হয়তো আপনার কাছে অজানা রয়ে গেছে। পৃথিবী হল সোলার সিস্টেমের একমাত্র প্ল্যানেট যেখানে লাইফ এক্সিস্ট করে আমরা থাকি পৃথিবীতে। কিন্তু পৃথিবী সম্বন্ধে এমন কিছু ইন্টারেস্টিং কথা আছে যেগুলি আমরা জানি না। অর্থাৎ যেগুলি আমাদের কাছে অজানা। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের বলতে চলেছি Five interesting information about earth. তবে অনুরোধ করবো সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।
পোস্ট শুচিপত্র: পৃথিবীর কিছু অজানা তথ্য
- ১.পৃথিবীর বয়স
- ২. পৃথিবীর তাপমাত্রা কত
- ৩. সূর্য পৃথিবী চারদিকে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
- ৪. পৃথিবীর রোটেশন স্পিড কেন স্লো হতে চলেছে?
- ৫. রেশন স্টেট অফ দি আএয়ারত
১.পৃথিবীর বয়স
আপনি কি জানেন আমাদের পৃথিবীর বয়স হল 4.543 বিলিয়নের অর্থাৎ চারশ চুয়ান্ন কোটি বছর। এবার আপনার মাথার মধ্যে একটি প্রশ্ন হয়তো অবশ্যই আসছে যে পৃথিবীর এইজ সায়েন্টিস্টরা কীভাবে ক্যালকুলেট করল। এর উত্তর হল রেডিওমেট্রিক ডেটিং টেকনোলজি। এই টেকনিকের মাধ্যমে সায়েন্টিস্টরা কোনও পাথর বা কোনও মাটিকে পরীক্ষা করে তার এজ ক্যালকুলেট করতে পারে।
আরো পড়ুনঃ মহাবিশ্ব এবং মানুষের তৈরি গ্রহ উপগ্রহ সম্পর্কে জানুন
২. পৃথিবীর তাপমাত্রা কত
আমরা প্রায় সকলেই জানি যে পৃথিবীর আভারেজ টেম্পারেচার হলো 60 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে টেম্পারেচারের পরিমাণ অনেক বেশি। যেমন টেন্থ জুলাই 1930 নয়৷ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডেথ ভ্যালিতে পৃথিবীর সব থেকে হাইস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল, যা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। আর যদি লোয়েস্ট টেম্পারেচারের কথা উল্লেখ করা হয় তাহলে সেটি হল মাইনাস 89.2 ডিগ্রি সেলসিয়াস যা 21 জুলাই 1983 তে ফার্স্ট স্টেশনের রেকর্ড করা হয়েছিল। আসলে ফার্স্ট স্টেশন হল রাশিয়ার একটি গবেষণাকেন্দ্র যা অ্যান্টার্কটিকায় অবস্থিত।
৩. সূর্য পৃথিবী চারদিকে না পৃথিবী সূর্যের চারদিকে ঘোর
প্রাচীন যুগের সায়েন্টিস্টরা মনে করতেন, পৃথিবী হল এই ইউনিভার্সের সেন্টার এবং সকল প্ল্যানেট। এমনকি সূর্য এর চারদিকে ঘুরে। আর এই মডেলটিকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল। তারপরও নিকোলাস কোপার্নিকাস এবং তিনি তার হেলিওসেন্ত্রিক মডেলটিকে প্রকাশ করলেন। অ্যাকর্ডিং টু দিস মডেল সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আর যেমনটা আমরা আগে থেকেই জানি যে এই মডেল ভুল এবং এই মডেলটি ঠিক।
৪. পৃথিবীর রোটেশন স্পিড কেন স্লো হতে চলেছে?
Rotation of the earth graduate is slow down. এই কথা শুনে আপনাকে ভয় লাগতে পারে। কিন্তু এ কথা সত্যি যে পৃথিবী রোটেশন ধীরে ধীরে স্লো হতে চলেছে। পৃথিবীর এই রোটেশন স্পিড 17 মিলিসেকেন্ড পর 100 ইয়ার্স রেটে কমে চলেছে। প্রশ্ন হল, পৃথিবীর রোটেশন স্পিড কেন স্লো হতে চলেছে? আসলে উত্তরটি হল এই যে, আমাদের চাঁদ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের চাঁদ পৃথিবী থেকে 3.78 সেন্টিমিটার পারি। আর হিসেবে দূরে সরে যাচ্ছে। আর এই কারণের জন্যই পৃথিবীর রোটেশন স্পিড স্লো হচ্ছে 3.78 সেন্টিমিটার পার ইয়ার হিসেবে দূরে সরে যাচ্ছে। আর এই কথাটা আপনাকে খুব বেশি বড় মনে হচ্ছে না তাই না? তো চলুন এটাকে আমরা বড় করে দেখি যখন আমাদের সৌরমণ্ডলে পৃথিবী এবং চাঁদ তৈরি হয়েছিল, তখন পৃথিবীর একদিন ছিল প্রায় ছয় ঘণ্টার মতো। কিন্তু আজ 450 কোটি বছর পর চাঁদের ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ফলে পৃথিবীতে একদিন সমান সমান 24 ঘণ্টা হয়েছে। আর যদি আমরা ফিচারের কথা বলি আজ থেকে প্রায় 14,00,00,000 বছর পর পৃথিবীতে একদিনে duration হবে প্রায় 25 ঘণ্টা।
৫. রেশন স্টেট অফ দি আর্থ
আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু আপনি কি জানেন এই ঘোরার speed কতটা? আসলে ঘোরার speed হল 30 কিলোমিটার পার সেকেন্ড। যতক্ষণ না আপনি আমার এই পোস্টটি পড়েছেন ততক্ষণে পৃথিবী সূর্যের চারদিকে প্রায় 7200 কিলোমিটার ঘুরে ফেলেছে। আর মজার কথা হল এই যে পৃথিবী একাই নয় বরং এটি আপনাকে ও তার সাথে সাথে ঘুরিয়ে নিয়ে চলেছে। অর্থাৎ আপনিও 30 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ঘুরে চলেছেন পৃথিবীর সাথে সাথে। কিন্তু আপনি এটাকে ফিল করতে পারছেন না। মজার কথা তাই না? আসলে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এটা আমরা ফিল করতে পারি না এজন্যই যে, পৃথিবীতে এমন কোন ঝুলন্ত বস্তু নেই যা দেখে আমরা বুঝতে পারি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।
আরো পড়ুনঃ মহাকাশের কিছু অজানা তথ্য
শেষের কথা
সুপ্রিয় পাঠক বন্ধু, আশা করি আপনি পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন যেগুলো আপনার অজানা ছিল এরকম পৃথিবী সম্পর্কে আরও অজানা তথ্য পেতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url