টমেটো গাছে দ্বিগুণ ফলন হবে এই সার দিলে
টমেটো গাছে দ্বিগুণ ফলন হবে এই সার দিলে
সুপ্রিয় পাঠক বন্ধু, আসসালামু আলাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনার সাথে আলোচনা করব টমেটো চাষ বিষয়ে। এই পদ্ধতিতে টমেটো চাষ করলে টমেটোর দ্বিগুণ ফলন হবে। ছাদ বাগানে কিংবা জমিতে টমেটো গাছে দ্বিগুণ ফলের জন্য টমেটো গাছে কী কী সার প্রয়োগ করবেন? পুরো পোস্টে অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন।
পোস্ট সূচিপত্র: টমেটো গাছে দ্বিগুণ ফলন হবে এই সার দিলে
- টমেটো গাছের জন্য কী সার প্রয়োগ করবেন
- টমেটো গাছে কী পরিমাণ সার দিবেন
- কী ভাবে সার প্রয়োগ করবেন
- মন্তব্য
টমেটো গাছের জন্য কী সার প্রয়োগ করবেন
শীতকালীন সবজি টমেটো কার না পছন্দ। ছাদ বা বাগানে স্বাভাবিক ভাবেই মাঠের টমেটো গাছের তুলনায় একটু বেশি লম্বা হয়। চারা রোপণের টমেটো গাছের বয়স প্রায় 20 দিন হলে গাছের সঠিক বৃদ্ধি এবং গাছে ফুল ফল ধরে রাখার জন্য গাছে অবশ্যই সার প্রয়োগের কোনো বিকল্প নেই।
আরো পড়ুনঃ এই সার দিলে মাত্র ২০ দিনে পেঁপে গাছে ফল আসবে
টমেটো গাছের জন্য কী সার প্রয়োগ করবেন
এমওপি বা লাল পটাশ। গাছের দ্রুত সময়ে ফুল ফল ধরাতে পটাশিয়ামের কোনও বিকল্প নেই। এই গাছের কাণ্ড শক্ত করে। এছাড়াও নাইট্রোজেন এবং ফসফরাস পরিবহনে সহায়তা করে। একটি স্পেশ্যাল ট্রিপল সুপার ফসফেট গাছের প্রধান তিনটি খাদ্যর মধ্যে এটি একটি। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে, গাছের কাঠামো শক্ত করে। এটি দ্রুত ফলে পরিপক্কতা ত্বরান্বিত করে এবং ফল বীজ এবং ফলের গুণগত মান বাড়াতে সাহায্য করে। ডি এপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটিও একটি ফসফরাস যুক্ত সার।
এর সঙ্গে 18% নাইট্রোজেন রয়েছে। যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং গাছের পাতা কাণ্ড এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ সার যুক্ত করতে হবে। এটি হল জিপসাম। এটি সালফার এবং ক্যালসিয়াম যুক্ত সার টমেটো পরিপক্ক হওয়ার আগে দেখবেন নীচের দিকে কালো হয়ে যায়। এই সমস্যাটি মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। আর এ জন্য ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করতে হবে।
টমেটো গাছে কী পরিমাণ সার দিবেন
আমি এখানে একটি গাছের জন্য কী পরিমাণ নিবেন তা বলব। এবার একটা বড় সাইজের পাত্রে একশ গ্রাম পরিমাণ এম ও পি বা লাল সার নিবেন এবং এর সঙ্গে যুক্ত করবেন টিএসপি সার। প্রায় 70 থেকে 80 গ্রাম পরিমাণ টিএস পি সার যুক্ত করবেন। এরপর যুক্ত করবেন জিপসাম সার প্রায় 50 গ্রাম। এরপরে যুক্ত করবেন ডিএপি সার। এটা দিবেন প্রায় একশ গ্রাম পরিমাণ।
এবার সবগুলো সার খুব ভাল করে মিশিয়ে নিবেন। এখানে এক্সট্রা ভাবে ইউরিয়া সার ব্যবহার করবেন না। কারণ ছাদ বাগানের ক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার খুব একটা উপযোগী নয়। তাই ইউরিয়া সার ব্যবহার না করারই চেষ্টা করবেন। এর পরিবর্তে আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন।
কী ভাবে সার প্রয়োগ করবেন
গাছে সার প্রয়োগ করার পূর্বে অবশ্যই গাছের চারপাশে আগাছা খুব ভালভাবে পরিষ্কার করে নিবেন এবং গাছের গোড়ার মাটি গুলোকে যতটা সম্ভব আলগা করে নিতে হবে। তারপরে গাছের চারদিকে রিং আকৃতি করে নিতে হবে। প্রথমে দিবেন পর্যাপ্ত পরিমানে গোবর সার। এটা পর্যাপ্ত পরিমাণে গাছের চারপাশে দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া হয়ে গেলে প্রায় 20 গ্রাম পরিমাণে মিশ্রিত রাসায়নিক সার চারপাশে প্রয়োগ করবেন।
কখনও গাছের গোড়ায় দেবেন না। অবশ্যই গোড়া থেকে বস্তার কিনারে কিংবা টবের কিনারে আপনাযে দেওয়ার চেষ্টা করবেন। এর পরে যথেষ্ট পরিমাণে গাছের গোড়ায় ঝুরঝুরে মাটি দেবেন। গাছ রোপণের শুরুতে টবে খুব অল্প পরিমাণ মাটিতে টমেটো চারা রোপণ করলে গাছের শিকড় অনেকটাই মাটির উপরে ভেসে উঠে। আপনার নতুন করে সার মাটি দিয়ে দিলে আবার দেখবেন গাছের উপরে থেকে যে শিকড় হবে সেগুলো আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন।
সার এবং মাটি দেওয়া হয়ে গেলে আপনাকে পানি দিতে হবে। যদি টবের মাটি অধিক পরিমাণে ভেজা থাকে সেক্ষেত্রে সার প্রয়োগ করবেন না। মাটিতে যখন রসের পরিমাণ কম থাকবে তখন আপনারা সার এবং মাটি দিয়ে পানি দিয়ে দেবেন। দেখবেন আপনার পূর্বের তুলনায় আরও বেশি তরতাজা এবং সবুজ লাগবে এবং কাজকে যথেষ্ট পরিমাণে ফসল ফলানোর জন্য উপযোগী মনে হবে। প্রথমবার সার প্রয়োগের পর আপনার টমেটো গাছে প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করবে।
আরো পড়ুনঃ ১৫ দিনে প্রচুর বেগুন ধরবে এই সার দিলে
মন্তব্য
সুপ্রিয় পাঠক বন্ধু, পোস্টটি পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন টমেটো গাছে কি কি স্যার প্রয়োগ করবেন এবং কতটুকু সার প্রয়োগ করবেন। তাছাড়া গাছের কি কি যত্ন নিলে ফলন ভালো পাওয়া যাবে সে বিষয়ে। বন্ধুদের সাথে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। যাতে আপনার বন্ধুরা এসব বিষয়ে জানতে পারে। এরকম আরো হেল্পফুল কন্টেন্ট পেতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url