লাউ পোঁচে যাওয়ার কারণ ও সমাধান
লাউ পোঁচে যাওয়ার কারণ ও সমাধান
আপনারাও পৌঁছে যাচ্ছে? কোনভাবেই মাছি পোকা দমন করতে পারছেন না? যদি এমন হয়ে থাকে তাহলে বলব এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আপনার লাউ গাছের একটি লাউ ও পচে যাবে না। যদি এই পোস্টে দেখানো পদ্ধতি ব্যবহার করেন। শতভাগ গ্যারান্টি দিয়ে লাউ এর ভরে আপনার টাল মাথা নুইয়ে পড়বে। যে সকল কৃষক হয় এটি ব্যবহার করেছেন তারা প্রত্যেকে চমৎকার ফলাফল পেয়েছেন।
তো চমৎকার এই পোস্টটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ পড়েন। কেননা প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন যে আসলে আমাদের কচি লাউ কেন ঝরে যায় বা পাঁচে যায়। যদি আপনি এই বিষয়টি চিহ্নিত করতে পারেন তাহলে আপনি অবশ্যই সমাধান করতে পারবেন।
পোস্ট সূচিপত্র: লাউ পোঁচে যাওয়ার কারণ ও সমাধান
- লাউ পোঁচে যাওয়ার কারণ
- নাউ পোঁচে যাওয়ার কার্যকরী সমাধান
- টাল ভর্তি লাউ পেতে গোপন টিপস
- শেষের কথা
লাউ পোঁচে যাওয়ার কারণ
মূলত দুটি কারণে কচি লাউ পোঁচে যায়
- ১. লাউ পোঁচে যাওয়ার এক নম্বর কারণ হলো পরাগায়ন না হওয়া
- ২. লাউ পোঁচে যাওয়ার দুই নম্বর কারণ হলো মাছি পোকার আক্রমণ।
কোন ভাবে যদি আপনি এই দুটি সমস্যা সমাধান করতে পারেন তাহলে আপনার লাউ আর পোঁচে যাবে না। দর্শক বর্তমান সময়ে লাউ পোঁচে যাওয়ার জন্য 95% এই দুটি কারণ। আবার উপরোক্ত সমস্যা দু টির মধ্যে মাছি পোকা আক্রমণে লাউ বেশি পৌঁছে যায়। অনেকেই শত শত টাকা খরচ করেও মাছি পোকা দমন করতে পারে না। তবে এই পোষ্টের মাধ্যমে আমি সমাধানের উপায় বলে দেবো। আপনাকে শুধু জাস্ট জমিতে প্রয়োগ করতে হবে।
প্রিয় পাঠক বন্ধু মাছি পোকা দেখতে অনেকটা ছোট মৌমাছির মতো। এই পোকা কচি লাউ এর গায়ে ডিম পাড়ে। পরবর্তীতে ডিম ফোটে পোকা ফলের ভিতরে ঢুকে পড়ে এবং লাউয়ের কিছু অংশ খেয়ে নষ্ট করে। যার ফলে লাউয়ের আকার এবং অকালে ঝরে পড়ে।এবার আসুন কার্যকরী সমাধান কী?
আরো পড়ুনঃ লাউ গাছের পরিচর্যা ও সার প্রয়োগ পদ্ধতি
লাউ পোঁচে যাওয়ার কার্যকরী সমাধান
১.প্রথমেই যে উপায়টার বলব যারা বাড়িতে দুই থেকে তিনটি গাছ রোপন করেছেন পারিবারিক চাহিদা পূরণ উদ্দেশ্যেই তাঁদের জন্য। এমনকি এটি যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছেন তারাও করবেন। যাদের বাসায় দুই থেকে তিনটি লাগাচ্ছে তাদের জন্য আপনারা কীটনাশকের দোকান থেকে কিউ ফ্লও রিউ কিনতে হবে। তারপর বয়মের দুই পাশে তিনি কোন আকৃতি করে কেটে সুতা দিয়ে মাঝখানে ঝুলিয়ে দিতে হবে।
ঝুলিয়ে দেওয়ার আগে অবশ্যই ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা করে নেবেন। এতে করে আরও ভালো রেজাল্ট পাবেন। এভাবে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন কী পরিমাণ মাছি পোকা এখানে ধরা পড়েছে। এর পদ্ধতি যা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন, তাঁরা ব্যবহার করবেন। প্রতি তিন শতক জায়গার জন্য একটি করে ব্যবহার করতে হবে।
২.এবার আসুন দ্বিতীয় পদ্ধতি। এটি আরও অধিক কার্যকর একটি পদ্ধতি। তবে রসায়নের এক্ষেত্রে আপনাকে একটি কীটনাশক স্প্রে করতে হবে। আর তা হচ্ছে যায় 55 জি সি। এটা কোম্পানির বহুমুখী গুণ সম্পন্ন একটি কীটনাশক। এবার অনেকেই ভাবছেন, বহুমুখী গুণ সম্পন্ন কীটনাশক আবার কি চলুন একটু জেনে নিই। এই কীটনাশকটি একাধারে স্পর্শ পাকস্থলী ও শ্বাসরোধে শক্তিসম্পন্ন কার্যকরী কীটনাশক। অর্থাৎ এটি স্প্রে করলে যে খোকার গায়ে লাগবে সেটি মারা যাবে,
যে পোকা বিষ খেয়ে ফেলবে সে মারা যাবে। আবার যে নিঃশ্বাসের সহিত ভিতরে নেবে সে ও মারা যাবে। এ জন্য এই বিশেষ বহুমুখী বলা হয়েছে। লাউ পচে যাওয়া রোধ করতে সপ্তাহে দুইদিন স্প্রে করতে হবে। প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে খুব ভাল ভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। ফুল ফোটা শুরু করলে এটি স্প্রে করতে হবে। তবে একটি কথা না বললেই নয়, এটি স্প্রে করলে যেমন জমিতে কোনও পোকা আসবে না সেই সাথে কিছু উপকারী পোকা মারা যাবে।
তাহলে কীভাবে পরায়ণ করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃত্রিম ভাবে পরাগায়ন করতে হবে। 55 জি সি স্প্রে করার পর কৃত্রিম প্রজনন করতে হবে৷ বিকেলবেলা যে ফুল ফুটবে সবগুলো হাত দিয়ে পরাগায়ন করে দিতে হবে। তাহলে কাঙ্খিত ফলাফল অবশ্যই আপনি পাবেন। একটি পুরুষ ফুল দিয়ে ছয় থেকে সাতটি পরাগায়ন করা যায়।
টাল ভর্তি লাউ পেতে গোপন টিপস
একটি বিশেষ কথা আমি আপনাদের কচি লাউ পোঁচে যাওয়ার প্রধান দুটি কারণ এবং সমাধান বলেছি এবং সেই সাথে বলেছি এই দুটি কাজ করলে আপনার লাউয়ের টাল মাথা নুয়ে পড়বে। সে কাজটি করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে লাউ গাছে বেশি পরিমাণে খাবার দিতে হবে। কারণ লাউগাছ প্রচণ্ড লেভেলে পানি পিপাসু এবং ক্ষুধার্ত একটি গাছ। আপনি যত বেশি খাবার প্রদান করবেন আপনাকে তত বেশি বেনিফিট দেবে। খুবই সিম্পল৷ যে আপনার লাউ গাছের শক্তির উপর নির্ভর করবে আপনার গাছে কতটা লাউ হবে।
আরো পড়ুনঃ লেবু গাছের পরিচর্যা ও পোকা দমন
শেষের কথা
প্রিয় পাঠক বন্ধু পোস্টটি পড়ে যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম কৃষি বিষয়ক অন্যান্য টিপস গুলো পেতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গেই থাকুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url