লেবু গাছের পরিচর্যা ও পোকা দমন

লেবু গাছের পরিচর্যা ও পোকা দমন

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা প্রতিদিনই খেতে হয়। বাজারের সব সময় লেবুর চাহিদা কম বেশি থাকে এবং দামও ভালো পাওয়া যায়। এ জন্য লেবু চাষ লাভজনক। বর্তমানে বিজী বিহীন কাগজি লেবুর জনপ্রিয়তা ও চাহিদা বেশ বেড়ে চলছে। তাই এই লেবুর জাতটি আপনারা বেছে নিতে পারেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব লেবু গাছের পরিচর্যা নিয়ে তবে পোস্টটি অবশ্যই সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ করছি।

পোস্ট সূচিপত্র: লেবু গাছের পরিচর্যা ও পোকা দমন

  • লেবু গাছের পরিচর্যা
  • লেবু গাছের সার প্রয়োগ
  • লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমাধান
  • লেবুর পাতায় ফোঁটা ফোটা দাগ
  • লেবুর কচি ফল ঝরে পড়ার কারণ ও সমাধান

লেবু গাছের পরিচর্যা

প্রথমে আসি লেবুগাছের কী কী পরিচর্যা করা প্রয়োজন। লেবু গাছের শুকিয়ে যাওয়া ডালপালাগুলো অবশ্যই ছেঁটে ফেলে দিতে হবে। তা না হলে ছত্রাকের আক্রমণে গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যেতে পারে। আপনারা এই সমস্যার সমাধান পেতে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যেকোন একটি ছত্রাক নাশক স্প্রে করে দেবেন। 

আরো পড়ুনঃ লাউ গাছের পরিচর্যা ও সার প্রয়োগ পদ্ধতি

লেবু গাছের সার প্রয়োগ

এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে লেবু গাছের সার প্রয়োগ। তিন কিস্তিতে লেবু গাছে সার প্রদান করতে হবে। প্রত্যেক কিস্তিতে প্রতি গাছের গোড়ায় একশ 50 গ্রাম টিএসপি একশ 50 গ্রাম এমওপি বা পটাশ সার এবং দুইশ গ্রাম ইউরিয়া। ও পুরনো শুকনো গোবর সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারদিকে গর্ত তৈরি করে আকার করে নিতে হবে। এরপর গাছের চারপাশে সবগুলো সার একত্রে মিশিয়ে ভালোভাবে প্রয়োগ করতে হবে। 

সেপ্টেম্বর মাসের প্রথম কিস্তি হিসেবে আপনারা সার প্রয়োগ করতে পারেন। সাধারণত বর্ষার শেষে আপনারা এই সার প্রয়োগ করতে পারেন। আবার দুই মাস পর একইভাবে এই সকল সার প্রয়োগ করতে হবে এবং বর্ষার শুরুতে অর্থাৎ বর্ষা শুরু হওয়ার 15 থেকে এক মাস আগে আপনাদের সার প্রয়োগ করতে হবে। এভাবে আপনারা তিন কিস্তিতে লেবু গাছের সার প্রয়োগ করতে পারবেন। 

লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমাধান

এবার আসুন জেনে নিই লেবু গাছের পাতা কুঁকড়ে গেলে কী করবেন। লেবু গাছে প্রধানত মাকড়ের আক্রমণে পাতা কুঁকড়ে যায়। এবং ফলন অনেক কমে যায়। এজন্য যা করতে হবে তা হচ্ছে প্রতি লিটার পানিতে এক চামচ পরিমাণ হলুদ গুড়ো, আধা চামচ পরিমাণ যে কোনও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ভাল ভাবে স্প্রে করে দেবেন। 

এতে পাতা কুঁকড়ে যাওয়া আস্তে আস্তে বন্ধ হবে। আশা করি 7 দিন পর পর তিনবার স্প্রে করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। অথবা আপনারা চাইলে প্রতি লিটার পানিতে এক মিলি হারে বাল্টি মেট অর্থাৎ মাকড় নাশক ভালোভাবে মিশিয়ে বিকেল বেলায় স্প্রে করে দেবেন। 7 দিন পরপর দুইবার স্প্রে করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 

লেবুর পাতায় ফোঁটা ফোটা দাগ

এছাড়াও লেবু গাছের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হল পাতায় ফোঁটা ফোঁটা দাগ করা অথবা পাতার সাইডে আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাওয়া এবং লেবুর গায়ে ছোট ছোট দাগের মতো দেখা। এরফলে লেবুর বাজার মূল্য অনেক কমে যায় এবং রোগের মাত্রা বেশি হলে গাছের ফলন প্রায় সম্পূর্ণরূপে কমে যায়। এর সমাধান খুবই সহজ। এটি একটি ছত্রাকজনিত রোগ। এর একমাত্র সমাধান কপার অক্সিক্লোরাইড গ্রুপে যে কোনও ছত্রাকনাশক অথবা আপনারা চাইলে বজ্রমেঘের ব্যবহার করে খুব সহজেই রোগ প্রতিরোধ করতে পারেন।

লেবুর কচি ফল ঝরে পড়ার কারণ ও সমাধান

লেবুগাছের আরেকটি গুরুত্বপূর্ণ প্রধান সমস্যা হল কোশি ফল হলুদ হয়ে ঝরে পড়া। এট নিশ্চয়ই সবার গাছেই ঘটেছে। এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তবে শতকরা আক্রমণে সবচেয়ে বেশি পরিমাণে কচি ফল ঝরে পড়ে। এজন্য প্রতি লিটার পানিতে চার গ্রাম বা এক চামচ পরিমাণ থিওভিট মিশিয়ে খুব ভালোভাবে কাজে স্প্রে করতে হবে। অনেক সময় হরমোন জনিত কারণে লেবুর ফল হলুদ হয়ে ঝরে পড়ে। এই জন্য আপনারা যে কোনও একটি পেরিয়ে হরমোন একবার ব্যবহার করতে পারেন। 

ফিজিও হিসেবে আপনারা এখন বুস্টার বলেন, ফ্লোরা ব্যবহার করতে পারেন। এছাড়াও হাতের কাছেই যেটা পাবেন সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। প্রতি মাসে অন্তত একবার এটি প্রয়োগ করতে হবে। সেপ্টেম্বর মাসে একবার প্রয়োগ করার পর নভেম্বরের শুরুতে আরেকবার ফ্রিজের হরমোন গাছে প্রয়োগ করতে হবে। এতে গাছে প্রচুর পরিমাণে লেবু আসবে এবং কচি ফল ঝরে পড়া বন্ধ হবে। অনেকের লেবু গাছের বয়স হল গাছে ফুল আসে না। 

এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রতি মাসে অর্থাৎ 15 দিন পর পর এই  পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। শুধুমাত্র এটি প্রয়োগ করলে আপনারা দেখবেন গাছে ফুল আসা শুরু করবে। তবে ফুল আসার পর গাছের কোনোরকম কীটনাশক প্রয়োগ করা যাবে না। এতে করে পরাগায়ন ব্যহত হবে এবং গাছের ফলন অনেক কমে যাবে। চেষ্টা করবেন ফল সেট হওয়ার পর অর্থাৎ গুটি ফল হওয়ার পর আপনারা কীটনাশক প্রয়োগ করার জন্য।

আরো পড়ুনঃ এই সার দিলে মাত্র ২০ দিনে পেঁপে গাছে ফল আসবে

শেষের কথা

প্রিয় পাঠক বন্ধু পোস্টটি পরে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। পোস্টটি কোন রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট অবশ্যই জানাবেন। এরকম কৃষি বিষয়ক নানান তথ্য পেতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গেই থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url