বুদ্ধিমান ব্যক্তির সাতটি বৈশিষ্ট্য
বুদ্ধিমান ব্যক্তির সাতটি বৈশিষ্ট্য
সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব, ইন্টেলিজেন্স ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে। যে বৈশিষ্ট্য গুলো একজন ব্যক্তিকে কোয়াইট ইন্টেলিজেন্স করে তোলে। যখন কথা হয় ইন্টেলিজেন্সের তো সব থেকে প্রথমে আমাদের মস্তিষ্কে আসে, আই কিউ লেভেল এর কথা। আমরা ভাবি যে যদি কোনও ব্যক্তির আইকিউ লেভেল অনেক হাই, তার মানে সে আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে।
সাইন্সের হিসেবে যদি আপনার মধ্যে সাতটি কোয়ালিটির মধ্যে থেকে কেবল তিনটি কোয়ালিটি থাকে তো তার মানে আপনি হয়তো একজন জিনিয়াস ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি তো আপনার দৃষ্টিতে যে ব্যক্তি ইন্টেলিজেন্ট তারমধ্যে এই বিলগুলি তো অবশ্যই থাকবে। আপনি মিলিয়ে নেবেন।
পোস্ট সূচিপত্রঃ বুদ্ধিমান ব্যক্তির সাতটি বৈশিষ্ট্য
- Don't be for the smart.
- You see what others don't see.
- Talk to yourself lot.
- You are a good observer.
- You enjoy spending time alone.
- You are forgetful.
- You are good managing your emotions.
১.Dont be for the smart.
আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি মনে করেন আপনি একজন ইন্টেলিজেন্ট? আপনি সবকিছু জানেন। না জানেন না। কারণ একজন ইন্টেলিজেন্ট মাইন্ড কখনও স্বীকার করে না যে সে সবকিছু জানে। সে সব সময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে। আর তা ছাড়াও শেখার জন্য এত জিনিস রয়েছে যা আপনার সম্পূর্ণ জীবন নিয়েও কম হয়ে যাবে। সব কিছুতেই পারফেক্ট হওয়ার জন্য রেডি থাকুন। আর এটা স্বীকার করতে একেবারে দ্বিধাবোধ করবেন না, যে আপনি বহু জিনিস জানেন না।
২. You see what others don't see.
আপনি জিনিসপত্রকে সেই পোস্ট তাঁরা দেখতে পারেন যে পার্সপেক্টিভ দ্বারা বাকিরা দেখতে পায় না। যেমন আপনি নোটিশ করলেন, যে আপনার এর গ্রোসারি স্টোরগুলোতেও কাস্টমার দিন দিন কমে যাচ্ছে। আর এর পেছনের কারণ আপনি জানেন অথবা কোন মুভি দেখা কালীন সেই মোহিত হোম স্টেগুলিকে আপনি সহজেই নোটিশ করে নিতে পারেন বা ভাবেন যে, এই তিনটিতে এই ধরনের চেঞ্জ করলে হয়তো সিনটা আরও বেশি ভালো হত। এই ধরনের ছোট ছোট বিষয়গুলিকে যদি আপনি সহজে আইডেন্টিফাই করে নিতে পারেন। তাহলে ব্লেন্ড করুন বা না করুন। তবে এটি হলো একটি ইন্টেলিজেন্সের সাইন্স।
আরো পড়ুনঃ দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে
৩. Talk to yourself lot.
যদি আপনি একজন জিনিয়াস হন তাহলেই সাইন্স কি তা আপনার মধ্যে অবশ্যই থাকবে। 2018 তে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে পার্টিসিপেন্টদের একটি টাস্ক দেওয়া হয়। টাস্ক খুবই সিম্পল ছিল। একটি পার্কে পড়তে হবে কিছু পার্টিসিপেন্টদের বলা হল যে আপনারা এই পেপারটিকে বলে বলে পড়বেন আর বাকি পার্টিসিপেন্টদের বলা হল যে আপনারা পেপারটিকে মনে মনে করবেন।
তো যে সকল পার্টিসিপেট বলে বলে পড়েছিল তারা সেই পেপারের ইনফরমেশনকে ভালোভাবে মনে রেখেছিল। তাদের তুলনায় যারা মনে মনে পড়েছিল। যখন আমরা নিজের সাথে কথা বলি তখন আমরা সেই কথাগুলিকে রিপিট করি। যা অলরেডি আমাদের মস্তিষ্কে রয়েছে। আর এটি করার ফলে সেই ইনফরমেশনটি আমাদের দীর্ঘ সময় অবধি মনে থাকে।
4.You are a good observer.
অবজারভেশন পাওয়ার ছাড়া আপনি ইন্টিলিজেন্ট হতে পারবেন না। জিনিয়াসরা গ্রেট স্পিকার হয় না। বরং জিনিয়াসরা গ্রেট লিডার হয়। যখন চোখ থেকে আপনি অবজার্ভ করেন তখন আপনি সামনের ব্যক্তি বা জিনিসের ছোট ছোট ডিটেলস গুলো কে নোটিশ করতে পারেন। আর যদি কেউ আপনার সামনে মিথ্যে বলে তো সেটিও আপনি বুঝে যাবেন। লোকেদেরকে অবজার্ভ করলে তাদের ব্যাপারে আপনি অনেক কিছু শিখতে পারেন। যেমন তাদের কথা বলার স্টাইল, তাদের হ্যান্ড মোমেন্ট, এক্সেট্রা। এই জন্য শান্ত থাকুন এবং অবজার্ভ করুন।
৫. You enjoy spending time alone.
যদি আপনাকে বন্ধু বান্ধব ভিড় হই হুল্লোড়ের পরিবর্তে একা থাকতে বেশি ভাল লাগে তাহলে আপনাকে কংগ্র্যাচুলেশন্স। এটি একটি জিনিয়াসের লক্ষণ। যতটা সময় আপনি অপরের সাথে দেবেন ততই কম সময় বাকি থাকবে,আপনার নিজের গোলস এবং প্রজেক্টের উপর কাজ করার জন্য। আর একজন ইন্টেলিজেন্ট মাইন্ড খুব ভালোভাবে জানে যে তাঁকে কতটা টাইম বাইরের লোকেদের সাথে স্পেন্ড করতে হবে,আর কতটা নিজে গোলে।
৬. You are forgetful.
এটি শুনলে হয়তো আপনিও অবাক হবেন। তবে যাঁরা ইন্টেলিজেন্ট হয় তারা ছোট ছোট বেসিক জিনিসগুলি ভুলে যায়। ছোট ছোট বিষয়ে এঁদের খুব একটা মনে থাকে না। যেমন রুমের চাবি কোথায় রেখেছে বা টিভির রিমোট কোথায় রেখেছে একস্ট্রা। কোথায় রেখেছে অ্যাপসে তাঁরা এই জন্যই হয়। কারণ হাইলের ইন্টেলিজেন্ট ব্যক্তিরা নিজের মস্তিষ্ককে বেশিরভাগ সময় ওভারলোড করে রাখেন। থিঙ্কিং এবং ইনফর্মেশনে আপনি ডো এফেক্ট এ ব্যাপারে কোনও না কোনও দিন তো অবশ্যই শুনেছেন। এই কেসে কোন রুমে প্রবেশ করা মাত্রই আমরা ভুলে যাই যে আমি কেন এই রুমটিতে এসেছিলাম। আপনার সাথে কোনওদিন এমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন।
৭. You are good managing your emotions.
ইন্টেলিজেন্সদের যদি আমি সহজ ভাষায় ডিস্ক্রাইভ করি তো নতুন কনসেপ্ট শেখার অ্যাবিলিটি এবং নলেজ যা আপনার মস্তিষ্কের স্টোর রয়েছে। কিন্তু এগুলি বাদেও এক আলাদা প্রকারের ইনটেলিজেন্স রয়েছে যা হল ইমোশনাল ইনটেলিজেন্স। এটি হলো সেই ফ্যাক্টর যা ভেতর থেকে আপনি কতটা স্ট্রং। আপনি কত ভালো ভাবে নিজের ইমোশনগুলোকে ম্যানেজ করতে পারেন। যে ব্যক্তি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয় তার মধ্যে নিজের ইমোশনগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে রেগুলেট করার এবিলিটি থাকে।
এইজন্য এরা লাইফের বিভিন্ন জায়গায় যেমন স্কুল জব বিজনেসে বাকিদের তুলনায় ভালো পারফর্ম করতে পারে। ওয়েল আপনি কি একজন এম্প্যাথেটিক ব্যক্তি মানে আপনি কি ফিল করতে পারেন যে সামনের ব্যক্তিটি ঠিক কী ফিল করছে? সামনের ব্যক্তির ইমোশনগুলোকে কি আপনি বুঝতে পারেন? আর যখন আপনি খুব বেশি খুশি থাকেন বা যখন খুব বেশি দুঃখী থাকেন তখন কি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন? যদি উত্তর হ্যাঁ হয় তো তার মানে আপনারই কেউ অর্থাৎ ইমোশনাল কোশেন্ট বাকি লোকেদের তুলনায় অনেক বেশি৷ আপনি নিশ্চিত একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি।
আরো পড়ুনঃ সাফলতার জন্য আপনাকে এই কাজগুলো করতেই হবে।
মন্তব্য
সুপ্রিয় পাঠক বন্ধু, পোস্টটি পড়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পোস্টটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এরকম হেল্পফুল পোস্ট পেতে অবশ্যই মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url