আপনি সবার পছন্দের মানুষ হয়ে ওঠুন, ৫টি উপায়ে

 আপনি সবার পছন্দের মানুষ হয়ে ওঠুন, ৫টি উপায়ে 

ভূমিকা

সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামুয়ালাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিটি মানুষই চায় যে সবাই যেন তাঁকে পছন্দ করে। প্রতিটি গ্রুপে যেন তাঁকে পছন্দ করা হয়। বাট আনফরচুনেটলি সবার সাথে তা হয় না। এরই অপর দিকে কিছু কিছু লোক এমনও হয়েছে, যাঁদের লোকেরা এমনিতেই পছন্দ করে। আমরা সবাই চাই যে, যখন কোনও লোক আমার ব্যাপারে কিছু ভাববে।তাঁদের মনে যেন আমাদের জন্য একটি পজিটিভ ইমেজ তৈরি হয়। আপনিও হয়ে উঠতে পারেন সবার পছন্দের একজন মানুষ। তবে আপনার মাঝে এই পাঁচটি ট্রেড থাকতে হবে। কারণ এই পাঁচটি ট্রেড আপনার সবার কাছে পছন্দ হওয়ার  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১. লোকের মনে একটি  মিস কন্সেপশন রয়েছে। লাইকেবল হওয়া এমন একটি কোয়ালিটি যা লোকেরা জন্মসূত্রে পায়। লোকে ভাবে যে যত বেশি সুন্দর তাকে হয়তো তত বেশি পছন্দ করা হয় এমনটা নয়। বিউটি উইদ আউট ব্রেন কোনও কাজেরই নয়। আমরা যে কেউ ই ইজিলি নিজের পার্সোন্যালিটিকে লাইকেবল বানাতে পারি। যদি আমরা এই ব্যাপারটাকে বুঝে যাই যে, কোন কোন কারণের জন্যে আমরা অন্যদের পছন্দ করতে শুরু করি। 

সোজা ভাষায় যদি বলি তো বাইরে সাইকোলজিকে জানতে চাইলে আগে নিজের ভেতরের সাইকোলজিকে অ্যানালাইস করতে হবে। এই এসেনশিয়াল পার্সোনালিটি ট্রেট। এর মধ্যে সব থেকে প্রথমে আসে ডমিনেট করে এসেছেন। হতে পারে যে আপনি একজন ভালো স্টোরি টেলার। আপনার কাছে কথা বলার জন্যে বহু ইভেন্ট রয়েছে। বহু এক্সপিরিয়েন্স রয়েছে। যেগুলি আপনি বলতে পারবেন। কিন্তু কোনও কনভারসেশন বা ইন্টারঅ্যাকশন তখনই ভালো মনে করা হয়,যখন আপনি অপরদের ও সমান কথা বলার সুযোগ দেবেন৷ 

শুধু নিজের কথাই বলে যাওয়া বা নিজেই বলে যাওয়া আপনার কনভারসেশন কে ড্যামেজ করে। তার সাথে সাথে এটি আপনার পার্সোনালিটির উপরে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। এতে লোকেরা আপনাকে বাচাল মনে করতে শুরু করে। আর এই কারণে লোকেরা আপনাকে পছন্দ করা বন্ধ করে দেয়৷ তাই কোনও কনভারসেশন শুরু করার সময় আপনি মনে রাখবেন যে আপনি যেন সামনের ব্যক্তিকেও নিজের কথাকে বলার বক্তব্য রাখার সুযোগ দেন৷ 

বেশি কথা বলার পরিবর্তে লিমিটেড বলুন।বেশি বলে আপনি হয়তো ভাবেন যে সামনের ব্যক্তি আপনার কথাকে মনোযোগের সাথে শুনছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে। এরাই দ্বিতীয়বার আপনার সাথে কথা বলতে চাইবে না। কারণ এরা জানে যে আপনি কেবল নিজের ব্যাপারে বলতে থাকেন। আর এটি আপনার পার্সোনালিটি কে খারাপ করে দেয়।

আরো পড়ুনঃ সাফলতার জন্য আপনাকে এই কাজগুলো করতেই হবে।

২.অ্যাক্সেপ্ট মিসটেকস, আমরা সবাই ভুল করি ক্রিমিনাল থেকে শুরু করে জজ, একজন টিচার থেকে শুরু করে স্টুডেন্ট মিসটেক সবাই করে। তফাত শুধু এটাই যে কিছু লোক সৎ হয়ে নিজের ভুলকে স্বীকার করে নেয়। আর বাকি মোস্টলি লোকেরা নিজের মিসটেকস কে একসেপ্ট করে না। অথবা সেই ভুলকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। যারা নিজের ভুলকে স্বীকার করে নিজেকে শোধরানোর চেষ্টা করে এদেরকে সবাই পছন্দ করে। 

লোকেরা না চাইতেও এদের প্রতি এক হয়ে যায়। সেল্ফ ইম্প্রুভমেন্ট এর সবথেকে কার্যকরী মাধ্যম হল নিজের মিসটেকস কে অ্যাকসেপ্ট করা এবং সেটি ঠিক করা। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করবেন না যে আপনি মিসটেকস করছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই একই মিসটেকস কে বার বার রিপিট করতে থাকবেন। তাই সবার পছন্দের হতে চাইলে নিজের ভুলকে স্বীকার করতে শিখুন।

৩.একজন ফেক ব্যক্তি হওয়া আপনারাই লাইকেবল হওয়ার সম্ভাবনাকে 100% নষ্ট করে দেয়। লাইকেবল হওয়ার জন্য লোকেরা নিজের একচুল পার্সোনালিটি কে হারিয়ে ফেলে এবং এর আশেপাশে একটি ফেক অবস্থান তৈরি করে নেয়। কিন্তু যখন এই ফেক ইমেজ বেসড হয় এবং নিজের অ্যাকচুয়াল ইমেজ লোকেদের সামনে আসে। তখন আর রিয়েল পার্সোন্যালিটি একেবারে শেষ হয়ে যায়৷  সো স্টে ন্যাচরাল। আপনি যেমন তেমনই ঠিক আছে। নিজের ওরিজিন্যালিটি কোনওদিনই নষ্ট করবেন না।

৪.যদি আপনি কোনও ব্যক্তিকে নিজের পজিটিভ ইম্প্রেশন দিতে চান তাহলে কনভারসেশন এর ফলে প্রেজেন্ট থাকতে শেখা অবশ্যই জরুরি। মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক থেকেই এটি খুবই কমন একটি কথা। আর এটি হয়তো আপনি নিজেও ফিল করেছেন। আপনি হয়তো কারো সাথে কথা বলছেন। আর সামনের ব্যক্তি বারবার ঘড়ি দেখছেন মোবাইল চেক করছে তো সেই সময় আপনার কথা বলার ইন্টারেস্ট শেষ হয়ে যায়। কথা বলার সম্পূর্ণ এনার্জি নষ্ট হয়ে যায়। 

আর এই জিনিসটিকে লোকেরা পছন্দ করে না। যদি কোনও কনভারসেশনে ইনভল্ভ হয়েছেন তো মেকশিউর যে আপনি যেন সেখানে প্রেজেন্ট থাকেন। আপনি তাড়াহুড়োয় আছেন কথা বলার সময় নেই। এই পরিস্থিতিতে কথা না বলাই বেটার। কিন্তু যদি কথা শুরু করেন তাহলে যেন পয়েন্ট অবশ্যই থাকে। আপনি যখন কনভারসেশন প্রেজেন্ট থাকেন তখন আপনি সামনের ব্যক্তিকে ভালোভাবে শুনতে পারেন বুঝতে পারেন। আর এই রকম স্বভাবকেই লোকেরা খুব বেশি পছন্দ করে।

৫.আপনি কি জানেন যে মুডি, শর্টটেম্পল রোড এইসব গুলো কে মানুষ একেবারেই পছন্দ করে না। যে সকল লোকেরা নিজের এই মুড এবং শোর টেম্পল স্বভাবে পরিচিত তাঁরা কোনওদিনই কারও মোস্ট ভ্যালুয়েবল বাম ও স্ট্রাইকের অংশ হয় না। ইনফ্যাক্ট সবাই এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। যদি আপনি চান যে লোকেরা যেন আপনার সাথে কথা বলতে পছন্দ করে, আপনাকে অ্যাপ্রোচ করতে পছন্দ করে, আপনাকে তাদের মনের কথা বলতে কমফরটেবল ফিল করে৷ 

তাহলে হয়তো মিশুক যে আপনি রিলায়েবল এবং ব্যালেন্স স্বভাবের ব্যক্তি হন। রেগে যাওয়া মুড সুইং হওয়া এগুলো ন্যাচারাল ব্যাপারহতে পারে যে আপনার দিন ভাল যায়নি। এই পরিস্থিতিতে ওভাররিঅ্যাক্ট করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। কারও কথার সাথে যদি আপনি ঘৃণা হন সেখানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ।

আরো পড়ুনঃ  চাকুরীর ইন্টারভিউতে সফল হওয়ার তিনটি পূর্ব শর্ত

মন্তব্য

 তো বন্ধু লাইক হওয়ার এই পাঁচটি সাইকোলজিক্যাল ট্রিক আপনার কাছে কেমন লাগলো। এই পাঁচটি সাইকোলজিকাল ট্রিক্স এর মধ্যে আপনার কাছে কোনটি বিদ্যমান বা কোনটি ঘাটতি রয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পোস্টটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url