এই সার দিলে মাত্র ২০ দিনে পেঁপে গাছে ফল আসবে

 এই সার দিলে মাত্র ২০ দিনে পেঁপে গাছে ফল আসবে

আসসালামু আলাইকুম। সুপ্রিয় পাঠক বন্ধু আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মোটিভেশন আইটির আজকের আলোচনা বিষয় হচ্ছে পেঁপে গেছে কিভাবে 20 দিনে পেঁপে ধরবে এই বিষয়ে। হ্যাঁ প্রিয় পাঠক বন্ধু গাছের বয়স 30 দিন হলে,কী ধরনের সার প্রয়োগ করলে মাত্র তিন থেকে 3.5 মাসের মধ্যে পেঁপের ফল চলে আসবে তা আপনাদেরকে বলবো। পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন। ইনশাল্লাহ আপনারা এই সকল সার দিলে আপনার পেঁপে গাছে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। এবং এই পোষ্টের  সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা  বলব।‌ যে পদ্ধতিগুলি  ফলো করলে আপনার পেঁপের গুণ যেমন ভাল হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে রোগ পোকার উপদ্রব অনেক কম হবে। তো চলুন শুরু করা যাক।

পেঁপে গাছগুলোকে সারিবদ্ধভাবে লাগাতে হবে। গাছের বয়স ৩০ দিন হলে তারপরে সার প্রয়োগ করতে হবে। তবে আজকে আমি এখানে দুটি রাসায়নিক সার প্রয়োগ করার কথা বলব। তবে আপনাদের পেঁপে গাছের যদি একটু হলুদ বর্ণ ধারণ করে অর্থাৎ বেশি সবুজ না হয় তাহলে আপনারা বাড়তি একটি সার প্রয়োগ করবেন।

পোস্ট সূচিপত্র: এই সার দিলে মাত্র ২০ দিনে পেঁপে গাছে ফল আসবে

  • পেঁপে গাছে সার প্রয়োগ এর আগে করণীয়
  • পেঁপে গাছে কি কি স্যার প্রয়োগ করবেন 
  • পেঁপে গাছে কী পরিমাণ সার প্রয়োগ করবেন
  • এবার বলবো পেঁপে গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা
  • মন্তব্য

পেঁপে গাছে সার প্রয়োগ এর আগে করণীয়

সার প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে পেঁপে গাছের চারপাশ থেকে সকল প্রকার আগাছা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আগাছা পরিষ্কার না করে কখনই আপনারা সার প্রয়োগ করবেন না। এতে করে আপনার সারের বড় একটা অংশ এই সকল আগাছায় শোষণ করবে। তাই অবশ্যই সার প্রয়োগের পূর্বে আপনাদেরকে আগাছা পরিষ্কার করে নিতে হবে। এবার আগাছা পরিষ্কার করা হয়ে গেলে আপনাদেরকে পেঁপের চারপাশে একটি গোলাকার রিং আকৃতির করে মাটি গুলোকে ভালো ভাবে খতিয়ে আলগা করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন অবশ্যই পেঁপে গাছের গোড়া থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরে করবেন। 

আরো পড়ুনঃ১৫ দিনে প্রচুর বেগুন ধরবে এই সার দিলে

পেঁপে গাছে কি কি স্যার প্রয়োগ করবেন 

বড় গাছ হল অবশ্যই এক ফুট দূরত্ব অবলম্বন করবেন। এবার মাটিগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেলে চারপাশে মাটি গুলোকে একটু উপরের দিকে উঠে গোলাকার করে নেবে। এবং এর ভিতরে আপনার থেকে সার প্রয়োগ করতে হবে।  সার হিসেবে আপনারা ব্যবহার করবেন পটাশ এবং টিএসপি ট্রিপল সুপার ফসফেট এমওপি সারের মূল উপাদান পটাশিয়াম। অর্থাৎ আমাদের এম‌ও পির এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পটাশিয়াম। 

যেটি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের শিকড় বৃদ্ধিসহ গাছের সকল প্রকার খাবার শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছের শারীরিক বৃদ্ধি কার নিতে পারে। প্রিয় পাঠক আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ফসফরাস। যেটি টিএসপি সারের মূল উপাদান এমন ও পি সার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফসফরাস। অর্থাৎ যে সকল গাছের ফুল ফল দেরিতে আসে অথবা আসতে অনেক বেশি সময় লাগে সে সকল গাছে খুব দ্রুত ফলাফল আনতে সাহায্য করে এই ফসফরাস। 

পেঁপে গাছে কী পরিমাণ সার প্রয়োগ করবেন

দেড় থেকে দুই মাস বয়সে গাছের জন্যই এই পরিমাণ সার প্রয়োগ করবেন। এক চামচ পরিমাণ 10 থেকে 12 গ্রাম হবে। এরকম আপনারা 18 থেকে 20 গ্রাম এরকম এক মুষ্টি পরিমাণ সার। আপনারা গাছের চারপাশে খুব ভাল ভাবে ছিটিয়ে দিবেন এবং সার চারপাশে দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। 

যে সমস্ত জায়গায় বেশি সবুজ নয় অর্থাৎ হালকা হলুদ বর্ণ ধারণ করছে সে সকল জায়গায় আপনাদের নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে হবে। যেমন জৈব সার অথবা ইউরিয়া। মাটি ভালোভাবে ঢাকা দেওয়ার পর অবশ্যই গাছের গোড়া একটু উঁচু করে দেবেন। যাতে বর্ষাতে  পানি গাছের গড়ায় না ঢুকতে পারে। এবার সারগুলোকে খুব ভাল ভাবে শিকড় যাতে শোষণ করতে পারে। এ জন্য আপনাদেরকে পানি দিয়ে দিতে হবে। আপনারা রেগুলার পানি এখানে ব্যবহার করবেন।  

এবার বলবো পেঁপে গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা

আপনারা দেখবেন আপনাদের গাছের গোড়া থেকে যে পাতাগুলো বের হয়েছে, সেই পাতাগুলোর গোড়া থেকে আবার কিছু ছোট কুসি বের হয়। এই কূশিগুলো পুষ্টি শোষণ করে অথচ গাছের কোন সহযোগিতা করে না। তাই আপনাদেরকে অবশ্যই সকল কূশিগুলোকে গাছ থেকে অপসারণ করতে হবে। এবং গাছের নীচের পাতা গুলি অর্থাৎ যেগুলো পুরনো হয়ে গেছে। এবং পাতাগুলি অনেকটা সেঁটে গিয়েছে সে সকল পাতাগুলোতে আপনাকে ছাঁটাই করতে হবে। 

গাছের পুরনো পাতা থেকে কিন্তু বিভিন্ন করে আক্রমণ হয়ে থাকে। এজন্য এই সমস্ত পাতাকে আপনাকে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। এই সমস্ত বয়স্ক পুরনো পাতা ছাঁটাই করার ফলে আপনার কাছে অতিরিক্ত যেমন পুষ্টি শোষণ করবে না সে সাথে আপনার গাছের শারীরিক বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবেএবং ইনশাল্লাহ তিন থেকে 3.5 মাসের মধ্যে দেখবেন আপনার গাছ অনেকটা বেড়ে গেছে। এরপর ভাল ফলাফল আপনি দেখতে পাবেন।

আরো পড়ুনঃ লাউ গাছ থেকে বেশি ফলন পাওয়ার গোপন টিপস

মন্তব্য

সুপ্রিয় পাঠক বন্ধু, পোস্টটি পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।এরকম হেল্পফুল পোস্ট পেতে আমাদের মোটিভেশন আইটির সঙ্গে থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url