পবিত্র মাহে রমজানের প্রস্তুতি-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন

সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামু আলাইকুম মোটিভেশন আইডির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা এই আর্টিকেল আলোচনা করব রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে। রমজান মাসের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করা যায় সেই সম্পর্কে।

ছবি

যারা সচেতন ব্যক্তি তারা রমজান মাসের রোজা শুরু হওয়ার আগে থেকেই রমজান মাসের প্রস্তুতি নিয়ে থাকে। রজব মাস থেকে অনেকে প্রস্তুতি নিয়ে থাকে। নিম্নে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে অনুরোধ করবো পোস্টটি সম্পন্ন করার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

পোস্ট সূচীপত্র: পবিত্র মাহে রমজানের প্রস্তুতি-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন

১. রমজান মাসে  তওবা করা

আল্লাহর কাছে তওবা করা আবশ্যক। তবে তওবা করার সবচাইতে উত্তম মাস হলো রমজান মাস। রমজান মাসে মহান আল্লাহ তাআলা বান্দার খুব নিকটে থাকে। মহান আল্লাহতায়ালা তওবা করে কে পছন্দ করেন।

 মহান আল্লাহ তাআলা বলেছেন-

وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

‘আর তোমরা সবাই, হে মুমিনেরা!, আল্লাহর কাছে তওবা কর যাতে করে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা আন-নুর: আয়াত ৩১)

হজরত আগার ইবনে ইয়াসার (রা.) বর্ণনা করেছেন, নবিজি (স.) বলেছেন-

وعَنْ الأَغَرَّ بن يسار رضي الله عنه عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ

‘হে লোক সকল! আপনারা আল্লাহর কাছে তওবা করুন। কারণ আমি দিনে তাঁর কাছে ১০০ বার তওবা করি।’ (মুসলিম ২৭০২)

২. আমল কবুলের জন্য দোয়া করা

একজন মুমিন বান্দা তার রবের কাছে দোয়া করবে, যাতে তিনি তাকে রমজান মাস পাইয়ে দেওয়ার তৌফিক দান করেন। মমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতার শহীদ রমজান মাস পালন করার তৌফিক দেন। আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করা যাতে আল্লাহ তাআলা তার আমলগুলো কবুল করেন।

আরো পড়ুনঃ রমজান মাসের আমলসমূহ-রমজান মাসের গুরুত্বপূর্ণ ১০টি আমল 

৩. রমজানে মাসের আগমনে আনন্দিত হওয়া

রমজান মাস পাওয়া একজন মুমিন মুসলমানের জন্য আল্লাহর প্রেরিত নেয়ামত গুলোর একটি। রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস, দোয়া কবুলের মাস, পবিত্রতা অর্জনের মাস। এই মাসে জান্নাতের দরজা গুলো খোলা থাকে এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ থাকে। শয়তানদের শিকল দিয়ে বাঁধা থাকে রমজান মাসে। তাই এই মাসের আগমনে আনন্দিত হওয়া।

 আল্লাহ তাআলা বলেছেন-

قُلۡ بِفَضۡلِ ٱللَّهِ وَبِرَحۡمَتِهِۦ فَبِذَٰلِكَ فَلۡيَفۡرَحُواْ هُوَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

‘বলুন, আল্লাহর অনুগ্রহে ও তাঁর দয়ায়, অতঃপর এর দ্বারা তারা আনন্দিত হোক; তা, তারা যা সঞ্চয় করে তা থেকে উত্তম।’ (সুরা ইউনুস: আয়াত ৫৮)

৪. ওয়াজিব রোজা থেকে নিজেকে মুক্ত করা

হজরত আবু সালামা (রা.) বর্ণনা করেছেন, আমি হজরত আয়েশা (রা.) বলতে শুনেছি-

كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَهُ إِلا فِي شَعْبَانَ

‘আমার উপর বিগত রমজানের রোজা বাকি থাকত যার কাজা আমি শাবান ছাড়া আদায় করতে পারতাম না।’ (বুখারি ১৮৪৯ ও মুসলিম ১১৪৬)

৫. রোজার হুকুম-আহকাম জেনে নেওয়া।

রমজান মাস এবং রোজা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে নিতে হবে। যাতে রমজান মাসের হুকুম বিধি-বিধান সম্পর্কে জানা থাকে।

৬. রোজার আগে ক্ষতিকর কাজ থেকে মুক্ত হওয়া

রমজান মাসের ইবাদত নষ্ট হতে পারে এমন সমস্ত কাজগুলো থেকে মুক্ত হতে হবে।

৭. নিজের পরিবারকে রোজার জন্য প্রস্তুত করা।

নিজের পরিবারের সদস্য স্ত্রীর সন্তান মা বাবা ভাই বোন তাদেরকে রোজা বিধি-বিধান সম্পর্কে শিক্ষা দিতে হবে। এবং রোজা পালনের উৎসাহিত করতে হবে।

৮. রমজান মাসের আগেই ইসলামি বই সংগ্রহ করা।

রমজান মাসের আগেই ইসলামী বই প্রস্তুত করতে হবে যাতে রমজান মাসে বাড়িতে বসে পড়া যায়।

৯. শাবান মাসের রোজা রেখে প্রস্তুতি নেওয়া

শাবান মাসের রোজা হচ্ছে রমজান মাসের প্রস্তুতিস্বরূপ রোজা।

 হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন-


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لا يَصُومُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে রোজা পালন করতেন যে, আমরা বলতাম তিনি আর রোজা ভঙ্গ করবেন না এবং এমনভাবে রোজা ভঙ্গ করতেন যে আমরা বলতাম, তিনি আর রোজা পালন করবেন না। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসের গোটা অংশ সাওম পালন করতে দেখিনি এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে অধিক রোজা পালন করতে দেখিনি।’ (বুখারি ১৮৬৮ ও মুসলিম ১১৫৬)


হজরত উসামাহ ইব্‌ন যাইদ (রা.)বর্ণনা করেছেন, আমি বললাম-

يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنْ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ ، قَالَ: (ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ

হে আল্লাহর রাসুল, আমি আপনাকে শাবান মাসের মত অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘এটি রজব ও রমজানের মধ্যবর্তী একটি মাস, যখন মানুষ গাফিল হয় এবং এমন মাস যখন আমলসমূহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমল আমি রোজা পালন রত অবস্থায় উঠানো হবে।’ (নাসাঈ ২৩৫৭)

১০. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।

হজরত সালামাহ ইবন কুহাইল বলেছেন, ‘(রমজানের আগে) শাবান মাসকে ক্বারীগণের মাস বলা হতো।’হজরত আম্‌র ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি শাবান মাস শুরু হলে, তাঁর দোকান বন্ধ করে কোরআন তিলাওয়াতের করতেন। হজরত আবু বাকর আল-বালাখি বলেছেন, ‘রজব মাস হল বীজ বপনের মাস, শাবান মাস হল ক্ষেতে সেচ প্রদানের মাস এবং রমজান মাস হল ফসল তোলার মাস।’

তিনি আরও বলেছেন, ‘রজব মাসের উদাহরণ হল বাতাসের ন্যায়, ‘শাবান মাসের উদাহরণ মেঘের ন্যায়, রমজান মাসের উদাহরণ বৃষ্টির ন্যায়; তাই যে রজব মাসে বীজ বপন করল না শাবান মাসে সেচ প্রদান করল না, সে কীভাবে রমজান মাসে ফসল তুলতে চাইতে পারে?’

মন্তব্য: পবিত্র মাহে রমজানের প্রস্তুতি-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি যেভাবে নিবেন

সম্মানিত দ্বীনি ভাই ও বোন, রমজান মাস আস্তে আর এক মাস বাকি। তাই আমাদের রমজান মাসের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনি রমজান মাস পেতে চান তাহলে আপনাকে রমজান মাসের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজা ও ইবাদত-বন্দেগির জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

আরো পড়ুনঃ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ফজিলত জেনে নিন 

শেষের কথা

সম্মানিত পাঠক বন্ধু আজকে আমরা এই আর্টিকেল আলোচনা করলাম রমজান মাসের অগ্রিম প্রস্তুতি সম্পর্কে। পোস্টটি পূর্ণাঙ্গ পড়ে থাকলে অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ইসলামিক আর্টিকেল লিখে থাকি। তাই প্রতিদিন ইসলামিক আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url