এপ্রিল মাসের সবজি চাষ ২০২৪। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়?
এপ্রিল মাসের সবজি চাষ ২০২৪। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়?
সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামুয়ালাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত পাঠক আজকের এই আর্টিকেল আলোচনা করব এপ্রিল মাসের সবজি চাষ সম্পর্কে। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায় সেই সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব। পোস্টটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
পোস্ট সূচীপত্র: এপ্রিল মাসের সবজি চাষ ২০২৪। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়??
- সূচনা
- এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা হয়
- এপ্রিল মাসে যেসব সবজি চাষ করা হয়
- এপ্রিল মাসের সবজি চাষ পদ্ধতি
- এপ্রিল মাসের শাক সবজি চাষ
- কুমড়া জাতীয় সবজি চাষ ২০২৪
- গ্রীষ্মকালীন সবজি চাষ ২০২৪
সূচনা: এপ্রিল মাসের সবজি চাষ ২০২৪। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায়??
বৈশাখ মাস হচ্ছে বাংলা বছরের নতুন মাস বা পহেলা মাস। এই বৈশাখ মাসে ঐতিহ্যবাহী মেলা পার্বণ উৎসব বিভিন্ন ধরনের আনন্দদায়ক অনুষ্ঠান হয়ে থাকে। পুরনো বছরের সমস্ত ব্যর্থতা গুলো ঝেড়ে ফেলে দিয়ে নতুন দিনের প্রত্যাশায় কৃষকরা ফিরে মাঠের দিগন্তে। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে জেনে নেই। চলুন দেরি না করে শুরু করা যাক।
আরো পড়ুনঃ ফেব্রুয়ারি মাসে সবজি চাষ পদ্ধতি ২০২৪
এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা হয়
সময়টা পাঠা বন্ধু এপ্রিল মাসে অনেকগুলো সবজি জাতীয় জিনিস চাষ করা হয়। মাসের মাঝে বিভিন্ন ধরনের সবজি সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফলাফল পাওয়া যায়। যেহেতু আমরা এই পর্বে জানব এপ্রিল মাসের সবজি চাষ সম্পর্কে। সুতরাং প্রথমে জেনে নেই এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা হয়।
এপ্রিল মাসে যেসব সবজি চাষ করা হয়
১. ভুট্টা
২. বিট
৩. ব্রকলি
৪. কালাই
৫. শালগম
৬. পালং শাক
৭. মরিচ
৮. পেঁয়াজ
৯. রসুন
১০. ডাল
১১. আলু
১২. ফুলকপি
১৩. বাঁধাকপি
প্রতি বছরই আমরা সবজি চাষ করে থাকি। বিশেষ করে যে সবজিগুলো ফলন দেয় সেই সবগুলো আমরা এপ্রিল মাসে চাষ করে থাকি। এ সময় মাটি খুব ভালো থাকে এবং উষ্ণ থাকে তাই এ সময়ে সবজির আবাদ খুব ভালো হয়।
আপনি যদি এপ্রিল মাসে ভালো ফলন পেতে চান তাহলে উপরোক্ত সবজিগুলো চাষ করতে পারেন। সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আপনি সর্বোচ্চ ফলন পাবেন। তাই চাইলে আপনারা আপনাদের বাগানে বা জমিতে এগুলো চাষ করতে পারেন।
এপ্রিল মাসের সবজি চাষ পদ্ধতি
সবজি চাষের উপযোগী আবহাওয়া হলো এপ্রিল মাস। এপ্রিল মাসে সবজি চাষের উপযোগী আবহাওয়া থাকায় সবজির আবাদ খুব ভালো হয়। আমরা সবাই জানি এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস। এ সময় লাল শাক, পালং শাক, পেঁয়াজ, বেগুন, হলুদ, মরিচ ঢেঁড়স ইত্যাদি সবজি চাষ করা হয়।
এপ্রিল মাসের শাক সবজি চাষ
এপ্রিল মাসে বসতবাড়ি বা বাগানে জমি তৈরি করে কলমি শাক পুঁইশাক করলা ঢেঁড়স বেগুন পটল ইত্যাদি সবজি চাষের উদ্যোগ নিতে হবে। জমিতে মাদা তৈরি করে চিচিঙ্গা ধুন্দল মিষ্টি কুমড়া চাল কুমড়ার বীজ শসা রোপন করতে পারেন। আগের যারা যদি তৈরি করা থাকে তাহলে ৩০ থেকে ৩৫ দিনের সুস্থ সকল চারা রোপন করতে পারবেন। লতা জাতীয় সবজিগুলো মাচা তৈরি করে রোপণ করতে হবে।
কুমড়া জাতীয় সবজি চাষ ২০২৪
হুমরা জাতীয় সবজির ক্ষেত্রে কৃত্রিম পরাগায়ন অধিক ফলনে সহায়তা করে। গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন সকালে 14 ফোটা ফুল সংগ্রহ করে পাপড়িগুলো ফেলে দিতে হবে এবং স্ত্রী গর্ভের গর্ভ মূল্যে ঘষে পরাগান নিশ্চিত করতে হবে। এতে অনেক ফলন বেড়ে যাবে। আমরা জাতীয় ফসলে মাছি পোকার আক্রমণ ঘটে। এতে চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ সেক্স ফরমান ব্যবহার করলে এ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
আরো পড়ুনঃ পেঁপে চাষ পদ্ধতি আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ
গ্রীষ্মকালীন সবজি চাষ ২০২৪
গ্রীষ্মকালীন সবজি চাষ করতে চাইলে টমেটো চাষ করতে পারেন। বিভিন্ন জাতের টমেটো রয়েছে। যেমন বারি টমেটো-৪ বারি টমেটো-৫ বারি টমেটোর -৬ বারি টমেটো- ১০ বারি হাইব্রিড টমেটো-৮ বিনা টমেটো-৩ বিনা টমেটো-৪ এর চাষ করতে পারেন। গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে হলে আপনাকে পলিথিনের ছাউনির ব্যবস্থা করতে হবে।
সেই সাথে ভালো ফলন পেতে হলে আপনাকে টমেটো টোন নামক হরমোন প্রয়োগ করতে হবে। প্রতি লিটার পানিতে বিশ মিলি টমেটো টন মিশিয়ে ফুল আসার পর ফুলের গায়ে পাচ সাতদিন পরপর দুই থেকে তিনবার করে স্প্রে করতে হবে। তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে
শেষের কথা
সম্মানিত পাঠক বন্ধু আমরা এই আর্টিকেলে জানতে পারলাম গ্রীষ্মকালীন সবজি চাষ বা এপ্রিল মাসের সবজি চাষ পদ্ধতি সম্পর্কে। এও জানতে পারলাম এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায় কিভাবে চাষ করা যায় এবং প্রকার দমন সম্পর্কে। পোস্টটি সম্পন্ন পড়ে থাকলে অবশ্যই জানতে পেরেছেন। সম্মানিত পাঠক বন্ধু আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি।বন্ধুদের জানানোর ক্ষেত্রে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url