কেন বুক ধড়ফড় করে? বুক ধড়ফড় করার ১৫ টি কারণ।

কেন বুক ধড়ফড় করে? বুক ধড়ফড় করার ১৫ টি কারণ।

সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা এই আর্টিকেল আলোচনা করব বুক ধরফর করার কারণ সম্পর্কে। বুক কেনো ধড়ফড় করে? বুক ধড়ফড় করার কারণ এবং চিকিৎসা সম্পর্কে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব। পোস্টটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

পোস্ট সূচিপত্র: কেন বুক ধড়ফড় করে? বুক ধড়ফড় করার ১৫ টি কারণ।

  • বুক কেন ধড়ফড় করে?
  •  বুক ধড়ফড় করার কারণ সমূহ
  • বুক ধড়ফড় করলে কী করণীয়
  •  বুক ধড়ফড় কমাতে করণীয়
  • বুক ধড়ফড় করার চিকিৎসা পদ্ধতিও সতর্কতা
  • মন্তব্য

বুক কেন ধড়ফড় করে?

বিভিন্ন কারণে বুক ধড়ফড় করে থাকে। বুক ধড়ফড় করার একটি অন্যতম কারণ হচ্ছে হৃদযন্ত্র। হৃদ যন্ত্রের কোন অসুখ হয়ে থাকলে বুক ধড়ফড় করে থাকে। এছাড়াও হরমোন জনিত কারণে কিছু অসুখ হয়ে থাকে। সেই থেকে দুশ্চিন্তা ভয় থেকে বুক ধড়ফড় করে। তাছাড়া বুক ধড়ফড় করে কোন অসুখ ছাড়াই স্বাভাবিক কারণে। যেমন, ব্যায়াম করলে, অতিরিক্ত পরিশ্রম করলে, নারীদের প্রেগনেন্সি সময়, মধ্যপান করলে, অতিরিক্ত চা-কফি পান করলে, বুক ধড়ফড় করতে পারে। তবে মনে রাখতে হবে বুক ধড়ফড় করা কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ।

আরো পড়ুনঃ প্রেসার লো হলে কি করবেন? প্রেসার লো হলে ১৫টি কাজ বাধ্যতামূলক।

ছবি

 বুক ধড়ফড় করার কারণ সমূহ

● রক্তের সুগার কমে যাওয়ার কারণে বুক ধড়ফড় করে থাকে।

● যদি কেউ নেশা করে কোকেন জাতীয় খাবার খায় এমনকি ইয়াবা খেলেও বুক ধড়ফড় করতে পারে।

● অতিরিক্ত পরিশ্রম করার ফলে বুক ধড়ফড় করে।

●হৃদ যন্ত্রের যদি কোন অসুখ হয়ে থাকে তাহলে বুক ধড়ফড় করে।

● শরীরে পানি শূন্যতা দেখা দিলে বুক ধড়ফড় করে।

● প্রেগনেন্সির সময় হলে মেয়েদের বুক ধড়ফড় করে থাকে।

● রক্তশূন্যতা দেখা দিলে বুক ধড়ফড় করে

● রক্তের চাপ কমে গেলে বুক ধড়ফড় করে

● কোন ব্যক্তির অতিরিক্ত জ্বর হলে বুক ধড়ফড় করতে পারে।

বুক ধড়ফড় করলে কী করণীয়

প্রচুর দুশ্চিন্তার কারণে যদি আপনার বুক ধড়ফড় করে তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে দুশ্চিন্তা দূর করতে হবে। চা, কফি, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল জাতীয় জিনিস খাওয়ার অভ্যাস থাকলে তা বর্জন করতে হবে। বর্জন করতে না পারলেও অল্প পরিমাণে খেতে হবে। বিশেষ কিছু চিকিৎসার মাধ্যমে বুক ধড়ফড় কারণ করার কারণ বের করে থাকে চিকিৎসকেরা। যেমন থাইরয়েড ভার্সন পরীক্ষা, ইসিজি, পরীক্ষা ও ইপি, ইটিটি, কার্ডিওগ্রাম ও ইসিজি। 

ছবি

এই পরীক্ষাগুলার মাধ্যমে সঠিক কারণ বের করা সম্ভব। শরীরের ওজন কমানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয়, নাকের সর্দির ড্রপে আজমার ওষুধ এসব ওষুধ ব্যবহার করতে হলে কম করে ব্যবহার করতে হবে। রোগের হার্ট অ্যাটাক হলে হার্টের রক্তনালিতে গ্লুকোজ থাকলে, অনিয়মিত স্পন্দন হলে মাংসপেশিতে সমস্যা থাকলে খুব দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।

 বুক ধড়ফড় কমাতে করণীয়

● যেকোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে।

● অতিরিক্ত ডিপ্রেশন দূর করতে হবে। সে ক্ষেত্রে বিভিন্ন রকমের থেরাপি নেওয়া যেতে পারে।

● ধূমপান অতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে।

● ঠান্ডা কাশির ওষুধ অথবা হারবাল ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে, তাই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন।

● বুক ধড়ফড় করার যদি কোন কারণ পাওয়া যায়, সেই কারণ অনুযায়ী ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে।

বুক ধড়ফড় করার চিকিৎসা পদ্ধতিও সতর্কতা

জটিল চিকিৎসা বলার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসা চোখের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ খাওয়া উচিত নয়। যদি কোন কারণবশত তাৎক্ষণিক না যেতে পারেন তাহলে সাময়িকভাবে এ ওষুধগুলো খেতে পারেন।  ইনডেভার ট্যাবলেট (১০ মিলিগ্রাম)। একটি করে দুই বেলা খেতে পারেন। কিছুদিন রাতে জোলিয়াম (.২৫ মিলিগ্রাম) ট্যাবলেট একটি করে খেতে পারেন।

আরো পড়ুনঃ পেট ব্যথার কারণ, পেট ব্যথা হলে করণীয়। কেন পেটে ব্যথা হয় ?

মন্তব্য: কেন বুক ধড়ফড় করে? বুক ধড়ফড় করার ১৫ টি কারণ।

সম্মানিত পাঠক বন্ধু বুক ধড়ফড় করার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। সেই কারণগুলো আশা করি এই আর্টিকেল পড়ে জানতে পেরেছেন। বুক ধড়ফড় করার চিকিৎসা এবং কমানোর পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন। সম্মানিত পাঠক, আমরা আমাদের ওয়েবসাইটে চিকিৎসা বিষয়ক আর্টিকেল প্রকাশ করে থাকি। তাই নিয়মিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন এবং পোস্টটি জনস্বার্থে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url