মেছতা দূর করতে করণীয়/ছেলে-মেয়েদের মেছতা কিভাবে দূর করার উপায়

মেছতা দূর করতে করণীয়/ছেলে-মেয়েদের মেছতা কিভাবে দূর করার উপায়

সুপ্রিয় পাঠক বন্ধু আসসালামুয়ালাইকুম। মোটিভেশন আইটির পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে এ পর্বে আলোচনা করব মেছতা দূর করতে করণীয়। মেসতা কিভাবে দূর করা যায়? ছেলেমেয়েদের মেছতা দূর করতে করণীয় সমূহ এই আর্টিকেল আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়বেন।

ছবি

পোস্ট সূচীপত্র: মেছতা দূর করতে করণীয়/ছেলে-মেয়েদের মেছতা কিভাবে দূর করার উপায়

  • সূচনা
  • মেছতা কি?
  • মেছতা কেন হয়?
  • মেছতা দূর করার ঘরোয়া উপায় জেনে নিন
  • মেছতা থেকে বাচার উপায়

সূচনা: মেছতা দূর করতে করণীয়/ছেলে-মেয়েদের মেছতা কিভাবে দূর করার উপায়

অনেকেই বলে মেছতা বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। তবে যে যাই বলুক দিনশেষে আয়নায় নিজের মুখটি দেখে তো আপনারই খারাপ লাগে। নিখুঁত ত্বকের জন্য মেয়েরা কত কিছুই না করে। তারপরও যখন তাদের মুখ মেছতার দাগ পড়ে যায়, তখন খুবই খারাপ লাগে বা এটি খুব কষ্টের বিষয় হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মহিলারা রয়েছে যাদের মেছতা দাগ রয়েছে। এই মেছতা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বা মেজদা দূর করার উপায় সমূহ এই আর্টিকেল আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

আরো পড়ুনঃ ঘামাচি হলে কি করবেন, ঘামাচি দূর করার উপায় জেনে নিন

মেছতা কি?

মেছতা আমরা অনেকেই চিনি। মুখে ছোট ছোট বাদামী রঙের যে ছোপ ছোপ দাগ দেখা যায় সেগুলোকেই আমরা মেছতা বলে থাকি। মেছতা বেশিরভাগ সময় মুখের ত্বকে হাতে ঘাড়ে বা পিঠে হয়ে থাকে। সূর্যের আলো শরীরে যে জায়গাগুলোতে  সরাসরি পড়ে সে জায়গাগুলোতে মেছতা দেখা যায়।।

মেছতা কেন হয়?

সূর্যের আলোতে রয়েছে আল্ট্রাভায়োলেট রশ্মি। যে রশ্মি ত্বকের জন্য খুব ক্ষতিকারক। সূর্যের আল্ট্রাভেলয়েড রশ্মি শরীরে মিলনের সংখ্যা বাড়িয়ে দেয়। খেয়াল করে দেখবেন বেশি করে থাকলে শরীরে একটা দাগ তৈরি হয়। যা দেখতে বাদ আমি ছোপ ছোপ দাগের মতো মনে হয়। যাদের গায়ের রং ফর্সা চুল লালচে তাদের জেনেটিক্যাল মেছতা হওয়া সম্ভাবনা বেশি থাকে।

তবে মেছতা সমস্যার জন্য চিন্তিত হওয়ার কারণ রয়েছে। কারণ চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ভালো হওয়া সম্ভাবনা কম থাকে। কিন্তু ঘরোয়া কিছু পরিচর্যার মাধ্যমে আপনি আপনার মেছতার দাগ কমিয়ে আনতে পারেন। তবে শেষে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে মুখের মেছতার দাগ দেখলে আপনার মন ভেঙে যায় তা দূর করার কিছু টিপস বলব। পোস্টটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

মেছতা দূর করার ঘরোয়া উপায় জেনে নিন

১.মেছতা দূর করার জন্য আপেল সাইডার ভিনেগার ব্যবহার করুন।

অ্যাপেল সাইডার ভিনেগার এ থাকে ম্যালিক এসিড যা ত্বকের ডাগ সেল কে ভিতর থেকে উজ্জ্বল করে। তাই মেছতা দূর করার জন্য আপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এক চা চামচ আপেল সাইডার ভিনেগার ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মেছতার স্থানে 15-20 মিনিট লাগিয়ে অপেক্ষা করতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনি যদি শুধুমাত্র মেছতার জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে প্যাকটি প্রতিদিন ব্যবহার করবেন। আর যদি পুরো মুখে ব্যবহার করতে চান তাহলে একদিন বা দুইদিন পর পর ব্যবহার করবেন।

২. মেছতা দূর করার জন্য অ্যালোভেরা।

মেছতা দূর করার জন্য অ্যালোভেরা ব্যবহার করুন এলোভেরা জেল ডার্ক সেলের ডিপার্টমেন্টেশন করে আর মেছতার দাগ দূর করে। ফ্রেশ এলোভেরা নিয়ে মেছতার জায়গায় লাগিয়ে 15-20 মিনিট মাসাজ করতে হবে এরপরে ধরে নিতে হবে। আপনি চাইলে এটি সারারাত রেখে দিতে পারেন।

৩. মেছতার দাগ দূর করার জন্য কলার খোসা

মেছতার দাগ দূর করার জন্য কলার খোসা ব্যবহার করুন। তোয়াক ফর্সা ও বয়সের ছাপ দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, গ্লুকোনোল্যাক্টোন। যা করার খোসাতে পাওয়া যায়। কলার খোসার ভিতরের দিকটি মেছতার জায়গায় তিন থেকে পাঁচ মিনিট ঘোষণা। এরপরে পাঁচ মিনিট রেখে দিন যাতে কলার খোসার অংশ গুলো শুকিয়ে যায়। প্রতিদিন অন্তত একবার হলেও এটি ব্যবহার করতে পারেন। ফল পাবেন।

৪.মেছতা দূর করতে তেল ব্যবহার করুন

মেছতা দূর করার জন্য আমন্ড অয়েল ব্যবহার করুন। এমন অয়েল গরম পানিতে মিশিয়ে নিয়ে আঙ্গুলে লাগিয়ে মেছতার স্থানে মাসাজ করুন। কয়েক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এছাড়াও আপনি আর গান ওয়েল ব্যবহার করতে পারেন। আর গান অয়েলে রয়েছে ফ্যাটি এসিড ভিটামিন ই ও ক্যারোটিন যা একসাথে কাজ করে ধীরে ধীরে মেছতার দাগ দূর করে।

এছাড়াও আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। প্রথমে গরম তেল আঙ্গুলের টিপ ও অল্প তেল নিয়ে ছাড়া মুখে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না তেল শুষে নাই ততক্ষণ মাসাজ করুন এরপর ঘন্টা খানিক রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৫. মেছতার দাগ দূর করতে বিভিন্ন রকম ফলের রস

*লেবুর রস

মেজতার দাগ দূর করতে বিভিন্ন রকম ফলের রসের মধ্যে লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রস এর সাথে অল্প পরিমাণ মধু মিশিয়ে মেছতার দাগে লাগিয়ে দিতে হবে এরপর ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এটি আপনি চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন।

পেঁয়াজের রস

মেছতার দাগ দূর করতে বা ব্রণের দাগ দূর করতে বহু যুগ থেকে পিয়াজের রস ব্যবহার হয়ে আসছে। প্রথমে পিয়াজের রস চিপে বের করে নিতে হবে। সেই রসের সাথে এক চা চামচ আপেল সায়ডার ভিনেগার মেশাতে হবে। তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। ভালো রেজাল্টের জন্য প্রতিদিন ব্যবহার করা দরকার।

টমেটোর রস

মেছতা দূর করার জন্য আপনি টমেটোর রস ব্যবহার করতে পারেন। টমেটো রস ভালোভাবে নিছ তার জায়গায় লাগিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই ব্যক্তি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।

৬. মেছতার দাগ দূর করতে  টক দই

মিস্টার দাঁত দূর করার জন্য টক দই খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এয়ার টেবিল চামচ টক দই ও মধু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার পরিষ্কার মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই প্যাকটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যবহার করার ফলে একপর্যায়ে দেখবেন মেজ তার দাগ দূর করবে এবং ত্বক ফর্সা এবং পারফেক্ট কম্বিনেশন করবে।

আরো পড়ুনঃ ত্বক ভালো রাখার উপায়, রাতারাতি ত্বক ভালো করতে ৮টি করণীয়

মেছতা থেকে বাঁচার  উপায়

মেছতা থেকে বাঁচার জন্য কিছু জিনিস এড়িয়ে চলতে হবে।

* রোদ থেকে দূরে থাকুন

মেছতা থেকে বাঁচার জন্য যত সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। সূর্যের আলোতে রয়েছে মেলানিন উপাদান যা ত্বকের ক্ষতি করে।

*ত্বক ঠান্ডা রাখুন

শুধু রোদের কারণে মেছতা হয় না ম্যাচ তার দাগ পড়ে গরমের কারণেও। তাই যতটা সম্ভব ত্বক ঠান্ডা রাখতে হবে।

*সানস্ক্রিন ব্যবহার করুন

বাড়ির বাইরে বের হলেই রোদ হোক বা বৃষ্টি হোক যেকোনো আবহাওয়াতেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ত্বকের আকৃতি রক্ষা করে। রোদ বৃষ্টি ঠান্ডা আবহাওয়া থেকে ত্বকে রক্ষা করে সানস্ক্রিন।

*ঠোটের যত্ন নিতে হবে

ত্বকের সাথে ঠোঁটে যত্ন নেওয়া জরুরী। মেছতার দাগ অনেক সময় ঠোঁটেও দেখা যায়। তাই ঠোঁটে নিয়মিত লিপজল ব্যবহার করতে হয়। আপনার ঠোটকে অবহেলা করবেন না। মেছতার দাগ অনেক সময় ঠোটেও হতে দেখা যায়। তাই এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।

*সর্বোপরি ধৈর্য্য ধরুন

মেছতার দাগ কখনোই রাতারাতি কমে না। তাই মেছতার দাগ দূর করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে যত্ন চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরে ত্বকের যত্ন চালিয়ে গেলেই আপনি ভালো ফলাফল পাবেন।

আমাদের শেষ কথা: মেছতা দূর করতে করণীয়/ছেলে-মেয়েদের মেছতা কিভাবে দূর করার উপায়

সম্মানিত পাঠক বন্ধু, আপনার যদি মুখে মেছতার দাগ থাকে তাহলে অবশ্যই উপরে দেখানো পদ্ধতি গুলো ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন বিউটি টিপস দিয়ে থাকি। তাই শরীরে যত্ন বিষয়ক বিভিন্ন ধরনের বিউটি টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url