ঔষুধি গাছের উপকারিতা-২২টি ঔষধি গাছের নাম ও উপকারিতা
ঔষুধি গাছের উপকারিতা-২২টি ঔষধি গাছের নাম ও উপকারিতা
সম্মানিত পাঠক আসসালামুয়ালাইকুম। আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। আজকে এই আর্টিকেলে আলোচনা করব এমন ২০টি ওষুধি গাছ সম্পর্কে যে গাছগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এ গাছগুলোর অনেক উপকারিতা আমরা ভোগ করি। এ আর্টিকেল আলোচনা করব এমন ২০টি ঔষধি গাছের উপকারিতা সম্পর্কে। আর্টিকেলটি আপনার জন্য খুব হেল্পফুল হবে। আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
সূচনা: ঔষুধি গাছের উপকারিতা-২২টি ঔষধি গাছের নাম ও উপকারিতা
আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশের নাম হচ্ছে গাছ। এমন কতগুলো ঔষধি গাছ রয়েছে যে গাছগুলো সম্পর্কে আমরা অনেকেই জানিনা। গাছ হলো আমাদের প্রকৃত বন্ধু। সৃষ্টির শুরু থেকে নানা উপকারের মূলে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে বায়ুমণ্ডল কে পরিষ্কার রাখে। প্রাচীনকাল থেকে গাছের বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন ধরনের ওষুধ হিসেবে বিভিন্ন গাছ ব্যবহার হয়ে আসছে।
এমন অনেক গাছ রয়েছে যারা আমাদের নানা ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা অনেকেই জানিনা এসব গাছগুলো কি? এই আর্টিকেলে আপনাদের জানানোর সুবিধার্থে এমন কতগুলো ঔষধি গাছের নাম তুলে ধরব যেগুলো আমাদের বিভিন্ন ধরনের উপকারে আসে। চলনা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নেই।
আরো পড়ুনঃ প্রাকৃতিক উপায়ে কিভাবে কোলেস্টেরল কমাবেন
ঔষুধি গাছের উপকারিতা-২২টি ঔষধি গাছের নাম ও উপকারিতা
শতমূলী
পরশুদিন গাছের মধ্যে আরেকটি অন্যতম গাছ হচ্ছে শতমূলী। বিভিন্ন ধরনের উপকারে পরিপূর্ণ এই গাছ। বিভিন্ন ধরনের গুণসম্পন্ন এই গাছ। এটা মূলত এই এক ধরনের শিকড় জাতীয় গাছ।
শতমূলীর উপকারিতা
শতমূলী গাছের একটি প্রধান কার্যকরী হল বন্ধ্যাত্ব নিরাময় করা। এছাড়াও শক্তি বর্ধক হিসেবে এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে শতমূলী গাছ।
লজ্জাবতী
লজ্জাবতী এক ধরনের কাজ কাঁটাওয়ালা ঘাস। যে ঘাসের সাদা কিংবা গোলাপি ফুল হয় আমরা তাকে লজ্জাবতী হিসেবে চিনে থাকি। তবে গ্রাম্য ভাষায় এই ফুল হচ্ছে জংলি ফুল। এই গাছে রয়েছে নানা ধরনের ঔষধি গুনাগুন।
লজ্জাবতী গাছের উপকারিতা
লজ্জাবতী গাছে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন। ডায়রিয়া রোগ উপশম হাত-পায়ে বিভিন্ন ঘা নিরাময় হাত পায়ের ব্যথা হামসা কিংবা পায়ের জ্বালাপোড়া ভাব দূর করতে এই লজ্জাবতী গাছের বিকল্প নেই।
থানকুনি
ঔষধি গাছের মধ্যে একটি জনপ্রিয় খাবার উপাদান হলো থানকুনি। থানকুনি গাছ ঔষধি গুণসম্পন্ন একটি গাছ। এর বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে।
থানকুনির উপকারিতা
থানকুনি গাছের একটি উপকারিতা হচ্ছে পেটের সমস্যার সমাধান। পেটের সমস্যার সমাধান গল্পে এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি কর্ম ক্ষমতা বৃদ্ধি চুল পড়া রোধ এবং ত্বকের উচ্চতা বৃদ্ধিতে এই ঔষধি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ধুতরা
বর্তমান সময়ে বিলুপ্তির পথে রয়েছে ধুতুরা গাছ। দো জোড়া গাছ বিলুপ্তির পথে থাকলেও এর ঔষধি গুনাগুন অনন্য।
ধুতরা গাছের উপকারিতা
ধুতরা গাছ এজমা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌন শক্তি বৃদ্ধি শ্বাসকষ্ট প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা প্রতিরোধে ধুতরা ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দূর্বা ঘাস
আমাদের অতি পরিচিত একটি ঘাস হচ্ছে দুর্বা ঘাস। রাস্তাঘাটে এই গাছের অবাধ বিচরণ হলেও এই দুর্বা ঘাসে রয়েছে নানা ধরনের ওষুধি গুণ। প্রাচীনকাল থেকে হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করা হতো।
দূর্বা ঘাসের উপকারিতা
দুর্বা ঘাসের বেশ কিছু উপকারিতা রয়েছে। রক্তক্ষরণ প্রতিরোধ, চর্মরোগ প্রতিরোধ এবং বিভিন্ন ধরনের অ্যান্টি এক্সিডেন্ট সম্পূর্ণ এই ঘাস বিভিন্ন ধরনের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আছে।
স্বর্ণলতা
ঔষধি গাছ হিসেবে প্রথমে যে গাছটির নাম আলোচনা করব সেটি হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পরাগাছা উদ্ভিদ। এই লতাগুলো বিভিন্ন গাছে স্বর্ণের মত ঝুলে থাকে বলে এই লতাগুলোর নাম স্বর্ণলতা রাখা হয়েছে। এই স্বর্ণলতা গাছকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে আমরা উপকার ভাগ করে থাকি
স্বর্ণলতা গাছের উপকারিতা
স্বর্ণলতা গাছের একটি কার্যকরী উপকারিতা হচ্ছে জন্ডিস নিরাময়। জন্ডিস নিরাময়ের ক্ষেত্রে স্বর্ণলতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও পেটের ব্যথা বিভিন্ন ধরনের ক্ষত থেকে নিরাময় পেতে এই আগাছা আমরা ব্যবহার করে থাকি।
জবা
আমাদের একটি অচির অতি পরিচিত গাছ হচ্ছে জবা গাছ। শুধুমাত্র এটা ভুল হিসেবে আমরা বিবেচনা করে থাকি। কিন্তু এই জবা গাছের বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন রয়েছে।
জবার গাছের উপকারিতা
জবা গাছে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন। পেট খারাপ সমান নারীদের ঋতু চক্র এবং সাদাস্রাব জনিত সমস্যায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অর্জুন গাছ
অর্জুন গাছ হচ্ছে একটি ঔষধি গুনাগুন সম্পূর্ণ গাছ। এই গাছ বউ আগে থেকে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের চিকিৎসায়। এই গাছে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে।
অর্জুন এর উপকারিতা
বিভিন্ন ধরনের গুণাগুণ সম্পন্ন গাছ হচ্ছে অর্জুন গাছ। ঔষধি গুণাগুণে ভরপুর এই গাছ। হৃদরোগের ব্যথা ও সুমন জন ক্ষমতা বৃদ্ধি মচকে যাওয়া কিংবা হাড়ের ব্যথা দূর করতে এই গাছ কার্যকরী ভূমিকা পালন করে।
পাথরকুচি
পাথরকুচির গাছকে আমরা সবাই চিনি। পাথরকুচি গাছ সম্পর্কে আমরা কিন্তু অনেকে জানি। পাথরকুচি গাছ ঔষধি গুনাগুন সম্পূর্ণ একটি গাছ।
পাথরকুঁচির উপকারিতা
পাথরকুচির রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন। জ্বর কিংবা পেট ফাঁপার মতো সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে পাথরকুচি। এছাড়াও ঠান্ডা জনিত সমস্যা এবং চামড়ার এলার্জির জন্য এই পাথরকুচির গাছ খাওয়া হয়ে থাকে।।
বাসক
বাসক হচ্ছে একটি ওষুধের বৃক্ষ। প্রাচীন কাল থেকেই বাসক গাছ ওষুধে বৃক্ষ হিসেবে চর্চা হয়ে আসছে।
বাসক এর উপকারীতা
বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন সম্পূর্ণ গাছ হচ্ছে বাসক গাছ। ঠান্ডার জন্য ফুসফুসে নানা ধরনের সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে শ্বাসনালী সমস্যায় বেশ কার্যকর ভূমিকা পালন করে এই বাসক গাছ।
কালোকেশী
বিভিন্ন ধরনের উপকারী গুণসম্পন্ন একটি গুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে কালোকেশী উদ্ভিদ। চলন বহুগুণ সম্পন্ন এই উদ্ভিদের উপকারিতা জেনে নেই।
কালোকেশীর উপকারিতা
কালো কেশি গাছের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। মেয়েদের মাসিকের সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে কালো বেশি গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও চুল পড়া বন্ধ করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই কালোকেশী গাছ।
তকমা
বহু ওষুধে গুণাগুণ সম্পন্ন তকমা গাছ।
তকমা গাছের উপকারিতা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকরী ভূমিকা পালন করে তকমা গাছ। এছাড়াও হজম শক্তি বৃদ্ধিতে এই গাছ কার্যকরী ভূমিকা পালন করে।
চিরতা
অনেক ঔষধি গুনাগুন সম্পূর্ণ একটি গাছ হচ্ছে চিরতা। চিরতাতে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন।
চিরতার উপকারিতা
ডায়রিয়া রোগ প্রশমন এর ক্ষেত্রে চিরতা কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোয়ার কিংবা বাদ জ্বর সারাতে এবং পেট খারাপ প্রতিরোধে এই গাছ কার্যকরী ভূমিকা পালন করে।
তুলসী
তুলসী গাছ হচ্ছে বাসা বাড়িতে সকলের খুব পরিচিত একটি গাছ। তুলসী গাছের গুনাগুনের কথা এক বাক্যে শেষ করা যাবে না।
তুলসির উপকারিতা
তুলসী গাছ ঠান্ডা প্রতিরোধে বেশ কার্যকর। নিয়মিত তুলসীর রস খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়
১৭. নিম
বহু যুগ আগে থেকেই নিম গাছ একটি ঔষধি গাছ হিসেবে আমরা সকলেই চিনি। বিভিন্ন ধরনের গুনাগুন সম্পূর্ণ এই ঔষধি গাছ বহুকাল আগে থেকে ব্যবহার হয়ে আসছে।
নিমের গুণাগুণ
নিম গাছের পাতার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও চিকেন পক্স চামড়ার এলার্জিজনিত বিভিন্ন ধরনের সমস্যায় এ গাছ ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের ব্যথা প্রশো মনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে এই গাছ। তাছাড়াও পোকামাকড়ের কামড়ে ক্ষতস্থানে এই গাছ কার্যকর।
বনজুঁই
ভাঁটফুল কিংবা বনজুঁই জংলী ফুল হিসেবে আমরা প্রায় সবাই চিনি।
বনজুঁয়ের উপকারিতা
কৃমিনাশক এবং ডায়রিয়া প্রতিরোধে বেশ কার্যকরী হলো এই গাছ। চর্মরোগ প্রতিরোধে বেশ কার্যকরী।
বনধনে
বন্ধনে হচ্ছে একটি বনজফুল হিসেবে খ্যাত। এই গাছ নানা ধরনের রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
বনধনের উপকারিতা
পেটের ব্যাথা প্রশমনে অনেক কার্যকরী এই গাছ। ডায়রিটা প্রতিরোধে এই গাছ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরণের ঘা প্রতিরোধে বেশ কার্যকরী এই ওষুধ।
সাজনা
সজনে মজাদার একটি সবজি হিসেবে বিবেচিত হলেও এর ডাটা বেশ উপকারী।
সাজনের উপকারিতা
সজনে গাছ হচ্ছে উচ্চ রক্তচাপ প্রতিরোধে বেশ কার্যকরী। লিভারের বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে ঔষুধ হিসেবে কাজ করে থাকে এই সজনে। বাতের ব্যথা উপশমে বেশ কার্যকরী এই ঔষুধ। রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই ডাটা।
হলুদ
যুগ যুগ ধরে হলুদ মসলার পাশাপাশি ঔষধি গুনাগুন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
হলুদের উপকারিতা
হলুদে রয়েছে বেশ কিছু কার্যকারিতা। ব্রণ প্রতিরোধ এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকরী হলো হলুদ। হৃদরোগ প্রতিরোধে বেশ কার্যকর এই হলুদ।
আরো পড়ুনঃ কাঠবাদাম কাজুবাদাম ও কিসমিসের কার্যকারিতা
আদা
আদা চিনে না এমন কোন মানুষ নেই। আদা একটি কার্যকরী ঔষধ গুণাগুণ সম্পন্ন মসলা।
আদার উপকারিতা
আদা বহুগুণ সম্পন্ন একটি মসলা। বিভিন্ন ধরনের অসুখের জন্য আলাদা ব্যবহার হয়ে থাকে। সর্দি কাশি প্রতিরোধের বেশ কার্যকরী আদা। আর্থ্রাইটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আদা। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আদা।
আমলকি
আমলকি ফল হিসেবে সকলের কাছে পরিচিত হলেও এর রয়েছে বহু ঔষধি গুনাগুন।
আমলকির উপকারিতা
আমলকি রয়েছে অনেক উপকারিতা। চোখের দৃষ্টি উন্নত করতে, শরীরের ওজন কমাতে, ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও হাড় ও দাঁতের ক্ষয় রোধে আমলকি কার্যকর।
মেথি
রান্নার মসলা হিসেবে মেথি ব্যবহার হয়ে থাকলেও ঔষধ হিসেবে কিন্তু এর সমানভাবে ব্যবহার হয়ে থাকে। মানব দেহের ওজন হ্রাস করে বেশ ভূমিকা পালন করে মেথি। পাকস্থলী সুস্থ রাখতে ভূমিকা পালন করে। শ্বাসনালীর রোগ প্রতিরোধে বেশ কার্যকরী হলো মেথি।
উপসংহার: বিভিন্ন ঔষুধি গাছের উপকারিতা-২২টি ঔষধি গাছের নাম ও উপকারিতা
সম্মানিত পাঠক এই ছিল আজকের ঔষধি গাছের নাম এবং এর উপকারিতা নিয়ে লেখা। এইরকম এই পৃথিবীতে আরো লক্ষ লক্ষ গাছ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেসব ঔষধি গাছের তালিকা বলে শেষ করা যাবে না। সম্মানিত পাঠক, আসুন আমরা এ সকল ঔষধ গ্রহণ করি নিজে সুস্থ থাকি এবং সেই সাথে আমাদের পরিবারকেও সুস্থ রাখি।
আমাদের শেষের কথা
সম্মানিত পাঠক আশা করি আর্টিকেলটি পড়ে খুব ভালো লেগেছে। আর্টিকেলটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। প্রতিদিন নতুন নতুন বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url