উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় -দাঁত উঁচু হওয়ার কারণ

উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় -দাঁত উঁচু হওয়ার কারণ

সম্মানিত পাঠক বন্ধু আসসালামু আলাইকুম। আমাদের ওয়েবসাইটে আপনার স্বাগতম। সম্মানিত পাঠক আজকে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় সম্পর্কে। কিভাবে আপনি আপনার উঁচু দাঁত নিচু করবেন এবং দাঁত উঁচু হওয়ার কারণ গুলো কি কি এগুলো সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। সুতরাং আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। 

ছবি

পোস্ট সূচিপত্র: উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় -দাঁত উঁচু হওয়ার কারণ

  • সূচনা 
  • উঁচু-নিচু দাঁত 
  •  ফাঁকা দাঁত 
  • খাবারে কামড় না পড়া 
  • দাঁত উঁচু নিচু হওয়ার কারণ
  • উঁচু নিচু দাঁতের নেতিবাচক দিক : 
  • দাঁত উঁচু নিচু হলে করণীয় 
  • মন্তব্য

সূচনা: উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় -দাঁত উঁচু হওয়ার কারণ

আমাদের স্বাভাবিক জীবন যাপনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে দাঁত। দাঁত সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম। ম্যালঅকলুশন বা অসম দাঁত বা অস্বাভাবিক কামড় নিয়ে অজ্ঞতার বিষয়টি স্পষ্ট। অনেকেই হয়তো জানি না আমাদের দাঁতের অবস্থান সঠিক কি না।

আরো পড়ুনঃ ছোট বাচ্চাদের নিউমোনিয়া রোগের কারণ-নিউমোনিয়া রোগের ঔষুধ

উঁচু-নিচু দাঁত 

অনেকের মধ্যে দেখা যায় একটির উপরে আরেকটি দাঁত বা চোয়ালের বা দিকে দাঁত ওঠা। কোন দাঁত সামনে কোনটা পেছনে, একটির ওপর আরেকটি দাঁত উঠে থাকে।

 ফাঁকা দাঁত 

অনেক মানুষ রয়েছে যাদের দাঁতের মধ্যে অস্বাভাবিক ফাঁকা রয়েছে। বিশেষ করে সমানে দুই দাঁতের মধ্যে অনেক মানুষের ফাঁকা স্থান রয়েছে। যেমন পপ সংগীত তারকা ম্যাডোনা।

খাবারে কামড় না পড়া 

অনেক মানুষ রয়েছে যাদের দাঁতে দাঁত মিলে না মাঝখানে ফাঁকা হয়ে থাকে। এক পাশের দাঁতে আরেকটি দাঁত লাগে অন্য পাশ ফাঁকা থাকে পেছনের দাঁত লেগে থাকে কিন্তু সামনে উপরের ও নিচের পার্টির মধ্যে ফাঁকা থাকে।

ওভার জেট 

দাঁতে দাঁত মেলালে নিচের সামনের দাঁত থেকে ওপরের দাঁত অস্বাভাবিক উঁচু থাকে। আবার এর উল্টোও হতে পারে। অর্থাৎ নিচের দাঁত সামনের দাঁতের  পেছনকে স্পর্শ করে।

 সামনের উঁচু দাঁত 

সামনের দাঁত অস্বাভাবিক থাকে। ঠোঁট খুললে দাঁত বেরিয়ে আসে। অনেক সময় ঠোঁট দিয়ে দাঁত ঢাকা যায় না।

ক্রস বাইট

 নিচের দাঁত ওপরের দাঁতের সামনে অবস্থান করে, নিচের চোয়াল বেরিয়ে আসে, চিবুক সামনে বেরিয়ে আসে।

ঘোরানো দাঁত 

কারও কারও দাঁতকে ঘোরানো দেখা যায়, মানে সামনের পৃষ্ঠ আংশিক বা পূর্ণ ঘোরানো থাকে।

দাঁত উঁচু নিচু হওয়ার কারণ

দাঁত উঁচু নিচু বা অস্বাভাবিক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। দাঁত ও চোয়ালের হাড়ের আকারের আয়তনের অসামঞ্জস্য, হাড় বড় বা দাঁত ছোট হলে ম্যালঅকলুশন হতে পারে। দাঁত উঁচু নিচু হওয়ার অনুপমা একটি কারণ হচ্ছে, দুধ দাঁত সময়ের আগে পড়ে গেলে বা নির্দিষ্ট সময়ের পরও রয়ে গেলে দাঁত এরকম আছে হয়ে থাকে। বাচ্চার অস্বাভাবিক আঙুল চোষার অভ্যাস, ঠোঁট বা তালু কাটা, জন্মগত চোয়ালের হাড়ের অস্বাভাবিকতা, ল্যাবিয়াল ফ্রিনামের অস্বাভাবিকতা, দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত সংযোজন না করা।

উঁচু নিচু দাঁতের নেতিবাচক দিক

উঁচু নিচু দাঁতের অস্বাভাবিক নেতিবাচক প্রভাব রয়েছে। দাঁতের অস্বাভাবিক অবস্থানে সাধারণ দাঁত পরিষ্কার ব্যাহত হয়। ফলে দাঁতে গর্ত, মাড়ি রোগ, মুখে দুর্গন্ধ, ঘর্ষণজনিত দাঁত ক্ষয় থেকে শিরশির অনুভূতি, বিবর্ণ দাঁত, সামান্য আঘাতে চাপ পড়ে দাঁত ভাঙা, অসম কামড়ে দাঁত ক্ষয় ও চোয়ালের হাড়ের জয়েন্টে জটিলতা, জিহ্বা বা গালে কামড় পড়া সর্বোপরি সৌন্দর্যহানির বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। খাবার চিবালে  বা কথা বলতেও সমস্যা হতে পারে। অসুন্দর দাঁত নিজের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ফলে সব কিছুই অস্বাভাবিক লাগে।

দাঁত উঁচু নিচু হলে করণীয় 

দাঁত ও নিচু হলে এর কিছু করণীয় রয়েছে।অর্থোডন্টিক চিকিৎসা রয়েছে। যার মাধ্যমে দাঁতকে সুসজ্জিত করা সম্ভব। এক সময় ধারণা করা হতো বয়স হলে হয়তো এমন চিকিৎসা সম্ভব নয়। কিন্তু বর্তমানে আমাদের দেশে উঁচু নিচু দাঁত ঠিক করার সফল চিকিৎসা চলছে নিয়মিত। ফাঁকা দাঁতের ক্ষেত্রে বন্ডিং ফিলিং সহজেই সমাধান সম্ভব।

পুনরায় দাঁতের আকার দিতে বা চোয়াল ছোট- বড় করার জন্য কখনো কখনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। সুতরাং অসম বা অস্বাভাবিক দাঁত নিয়ে হাসি লুকিয়ে রাখা বা মনোকষ্টের কোনো কারণ নেই। ডেন্টাল চিকিৎসকের পরামর্শে সমাধান করে নিতে হবে।

উঁচু–নিচু দাঁত থাকলে ব্রেস লাগিয়ে ও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে দাঁত সোজা ও সুন্দর করা যায়। অল্প  বয়স থেকেই চিকিৎসা শুরু করলে দ্রুত ও স্থায়ী ফল পাওয়া যায়। এই সমস্যার  চিকিৎসায় অবশ্যই একজন অভিজ্ঞ আঁকাবাঁকা দন্তবিশেষজ্ঞের কাছে যেতে হবে।

আরো পড়ুনঃ শিশুর জ্বর কমানোর ঘরোয়া ৮টি উপায়

মন্তব্য: উঁচু দাঁত নিচু করার ঘরোয়া উপায় -দাঁত উঁচু হওয়ার কারণ

সম্মানিত পাঠক বন্ধু আশা করি আর্টিকেলটি পড়ে অনেক কিছু বুঝতে পেরেছেন। বর্তমান সময়ের ওষুধ নিচু দাঁত ঠিক করার অনেক প্রযুক্তি আছে। যেগুলো ব্যবহার করে তাকে স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব। অনেকেই প্রযুক্তি ব্যবহার করে দাঁতকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে এবং তাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করছে। আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনিও সমাধান নিতে পারবেন খুব সহজেই। 

শেষের কথা 

সম্মানিত পাঠক বন্ধু, আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখে থাকে। তাই নিয়মিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url