চুলের সমস্যার সমাধানে যে ৬টি ড্রাগস্টোর শ্যাম্পু ব্যবহার করবেন।
চুলের সমস্যার সমাধানে যে ৬টি ড্রাগস্টোর শ্যাম্পু ব্যবহার করবেন।
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম। আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। আপনি যদি চুলের সমস্যায় ভোগেন তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কেননা এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে চুলের সমস্ত সমস্যার সমাধানের ছয়টি কার্যকরী উপায় নিয়ে। চুলের যে কোন সমস্যা সমাধানে ড্রাগস্টোর শ্যাম্পুর কার্যকারিতা সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
ভূমিকা: চুলের সমস্যার সমাধানে যে ৬টি ড্রাগস্টোর শ্যাম্পু ব্যবহার করবেন।
ধুলাবালির সমস্যা ধুলোবালি ছাড়াও আমাদের দৈনন্দিন সঙ্গী বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদান সব মিলিয়ে আমাদের চুলের উপর দিয়ে প্রচন্ড ঝাঁকি বয়ে যায় রোজ। যার ফলে প্রতিদিন চিরুনিতে গোছা গোছা চুল উঠে যায়। এছাড়াও চুলের ফাঁকে সাদা সাদা খুশকি নিষ্প্রাণভাবে নেতিয়ে পড়ে চুল। প্রতিদিন চুলকে অনেক অত্যাচার সহ্য করতে হয় যার ফলে চুলের যত্ন ও পুষ্টির প্রয়োজন হয়। শুধুমাত্র সঠিক উপাদান ব্যবহার করে এই চুলের পুষ্টি উপাদান এবং চুলকে স্বাস্থ্য সম্মত রাখার একমাত্র সমাধান।
আমাদের চুলের যত্নে প্রাথমিক প্রডাক্ট হল শ্যাম্পু। চুলের জন্য আমরা যে কোন শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু চুলের জন্য সঠিক শ্যাম্পু ব্যবহার না করা হলে চুলের লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি হয়। সুতরাং চুলের যত্নে আমরা সেরা শ্যাম্পুর একটি তালিকা তৈরি করে দিলাম যা চুলের প্রতিটি সমস্যার দেখভাল করবে খুশকি থেকে শুরু করে চুল উঠার সমস্যার সমাধান করতে পারবে এসব শ্যাম্পু।
আরো পড়ুনঃ চুল পড়া বন্ধ করার গোপন ১০টি ঘরোয়া টিপস
চুলের সমস্যার সমাধানে যে ৬টি ড্রাগস্টোর শ্যাম্পু ব্যবহার করবেন।
- চুল ওঠা- ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু।
- রং করা চুল -ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু
- ন্যাতানো নিষ্প্রাণ চুল -লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু
- রুক্ষ চুল -লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু।
- ক্ষতিগ্রস্ত চুল -ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার।
- খুসকি-ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু। এই শ্যাম্পু খুশকি সমাধানে কাজ করে থাকে।
01. চুল ওঠা -ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু
চুল ওঠার জন্য ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু ব্যবহার করতে হবে। আপনার বালিশে মেঝেতে এমনকি টয়লেটে ও যেখানে যান সেখানেই সব জায়গাতে ঝরে পড়া চুল দেখতে পান। বেছে নিন এ সমস্যার উপযোগী সমাধান ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু। ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি যা চুলের গোড়া মজবুত করে এবং ৯৯ পার্সেন্ট পর্যন্ত চুল ওঠা কমিয়ে দেয়। ট্রেসমে হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু ব্যবহার করলে চুল মসৃণ হয় চকচকে হয় জ্বর ছাড়ানো অনেকটাই সহজ হয়ে যায়। এর ফলে চিরুনি দিলে আ ছড়ানো খুব সহজ হয় এই শ্যাম্পুরি ব্যবহারের ফলে চুল মজবুত আর লম্বা হয়ে ওঠে। ফলে চুল ওঠা পরিমাণ অনেকাংশ কমে যায়।
02. রং করা চুল -ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু
চুলের রং এমোনিয়া হাইড্রোজেন পারঅক্সাইড এর মত রাসায়নিক পদার্থ থাকে যা আপনার চুলকে প্রচন্ড রক্ষা শুষ্ক করে দিতে পারে তাই চুলের হারিয়ে যাওয়া পুষ্টি এবং চকচকে রঙ ফেরাতে হলে আপনাকে ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু চুলের কালার এর জন্য আদর্শ শ্যাম্পু। এ শ্যাম্পুতে কোনাল নাই যা আপনার চুলের রং কে নষ্ট করতে পারে। ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু কমল ভাবে আপনার চুলকে পরিষ্কার করবে এবং চুলকে প্রাণবন্ত ও ঝলমলে করে তুলবে।
03. ন্যাতানো নিষ্প্রাণ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু
স্কেলপে অতিরিক্ত সেবাম তৈরীর ফলে চুল ভারি হয়ে যায় এবং চুল এদিক ওদিক নেতিয়ে পড়ে এবং নিষ্প্রাণ হয়ে যায় অন্যদিকে করা শ্যাম্পু ব্যবহার করার ফলে চুলের সমস্ত প্রাকৃতিক তেলের আবরণ নষ্ট করে আর সেই ক্ষতিপূরণ করতে হলে আপনাকে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পু ব্যবহার করতে হবে। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ভল্যুম শ্যাম্পুতে
রয়েছে ভেষজ ও ডাবের জল যা চুলকে যোগায় গভীরভাবে আদ্রতা সেই সঙ্গে ভেষজ ক্লেনজার আর ডাবের জলে তৈরি এই শ্যাম্পু চুলে জোগায় গভীর আর্দ্রতা, আর সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে এনে দেয় ভল্যুম আর বাউন্স।
04. রুক্ষ চুল - লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু
লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু চুলের আদ্রতা চুলের স্টাইলিং চুলের ঘনত্ব অতিরিক্ত ডগা ফাটা ইত্যাদি সমস্যা সমাধান হয়ে যাবে এই শ্যাম্পু ব্যবহার করার ফলে। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পুতে রয়েছে অর্গান অয়েল যা আপনার চুলকে করে তুলবে মসৃণ এবং জোট মুক্ত ির সুগন্ধে চুল থাকে সজীব ভরপুর। এই ব্র্যান্ডের প্রডাক্টে প্যারাবেন, কৃত্রিম রং বা সিলকন নেই, আর প্রডাক্ট প্যাক করা হয় 100% রিসাইকলড প্লাস্টিকের বোতলে। কাজেই বুঝতেই পারছেন আপনার চুল (আর সেই সঙ্গে পৃথিবী) কতটা নিরাপদে রয়েছে!
05. ক্ষতিগ্রস্ত চুল-ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার
নিয়মিত অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার নিয়মিত হিট চুলে এরকম নানা কারণে চুলের বিভিন্ন অংশ ক্ষতি হয়ে থাকে চুল যদি খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে আপনার দরকার ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু । ডাভ ইনটেন্স রিপেয়ার শ্যাম্পু ফর ড্যামেজড হেয়ার রয়েছে ফাইবার অ্যাকটিভ আর এক-চতুর্থাংশ ময়শ্চারাইজিং মিল্কে সমৃদ্ধ যে শ্যাম্পু চুলে পুষ্টি যোগা এবং চুলকে গভীর থেকে ক্ষতি ছাড়িয়ে চুলকে করে তুলে মসৃণ নরম আর উজ্জ্বল। এই সম্প্রতি কোন প্রকারের কৃত্রিম রং নেই। হলে ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই শ্যাম্পুরি খুব উপযুক্ত।
আরো পড়ুনঃ ত্বকের যত্ন। ত্বকের যত্ন যেভাবে নিবেন।
06. খুসকি -ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু
ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু ব্যবহারের ফলে মাথা চুলকাবে না চুলের কাঁধে খুশকি লেগে থাকবে না। অনেকে রয়েছে যাদের মাথা চুলকায় এবং চুলের আগালে খুশকি লেগে থাকে তাই এই সমস্যার সমাধানের জন্য ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু ব্যবহার করুন। বেশিরভাগ এন্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারের ফল চুল খুব রুক্ষ হয়ে যায় কিন্তু ডাভ ড্যানড্রাফ ক্লিন অ্যান্ড ফ্রেশ শ্যাম্পু ব্যবহারের ফলে চুলের অভিনয় মাইক্রোম্যাক্স ৪ সিরাম দিয়ে চুলের খুশকি তাড়ানোতে সাহায্য করে। পাশাপাশি চুলের আদ্রতা ও ধরে রাখে তাই এই সম্পদ ব্যবহার করার ফলে শীতলতা অনুভব হয়, ফলে মাথা চুলকানো সমস্যা থাকে না।
মন্তব্য: চুলের সমস্যার সমাধানে যে ৬টি ড্রাগস্টোর শ্যাম্পু ব্যবহার করবেন।
সম্মানিতপাঠক আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করে থাকি। তাই নিয়মিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url